জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীদের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময় জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীদের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময় - ajkerparibartan.com
জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীদের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময়

3:34 pm , February 13, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীদের সাথে বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক মতবিনিময় করেছেন পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার । সচেতনতা বৃদ্ধির মাধ্যমে তরুণ প্রজন্ম তথা শিক্ষার্থীদেরকে আইন মান্যকারী সুনাগরিক হিসেবে গড়ে তোলার আন্তরিক প্রয়াসে সোমবার মতবিনিময় করেন। এ সময় পুলিশ কমিশনার শিক্ষার্থীদের মাদকের কুফল, ইভটিজিং, জঙ্গিবাদ, গুজব, ডিজিটাল ডিভাইস বিশেষ করে মোবাইলের প্রতি আসক্তি, সাইবার ক্রাইম, বাল্য বিবাহ, কিশোর অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, ট্রাফিক ব্যবস্থাপনাসহ, সমসায়িক বিভিন্ন সমস্যা ও নিরাপত্তা ইস্যুতে সচেতনতা বাড়ানোর উপদেশ দেন। মতবিনিময় শেষে শিক্ষার্থীদের হাতে উপহার হিসেবে মূল্যবান বই তুলে দেন। এ সময় শিক্ষার্থীদের সামনে শিক্ষণীয় ও সচেতনতামূলক বিভিন্ন ভিডিও কনটেন্ট প্রদর্শন করা হয়। উল্লেখ্য যে, কোমলমতি শিক্ষার্থীদের সঠিক পথে রেখে আইন মান্যকারী সুনাগরিক হিসেবে গড়ে তোলা ও অপরাধ দানা বাধার আগেই সমাজ থেকে তা উপড়ে ফেলার প্রয়াসে পুলিশ অফিসার কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করা বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি চলমান কার্যক্রম।
এ সময় আরো উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ ছাদেকুল আরেফিন, উপ-পুলিশ কমিশনার (ডিবি)  মো. জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (সিএসবি)  মোহাম্মদ জাকির হোসেন মজুমদার পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক)  এস এম তানভীর আরাফাত পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার  (উত্তর) বিএম আশরাফ উল্যাহ তাহের, জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান সালেহ এম শেলী, অধ্যক্ষ সত্যজিত রায়সহ অন্যান্য শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT