3:33 pm , February 13, 2023
খবর বিজ্ঞপ্তি ॥ বাংলা একাডেমির একুশে বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানে গত ১১ ফেব্রুয়ারি-২০২৩ কবি ও লেখিকা দিলরূবা জ্যাসমিনের অনুগল্পগ্রন্থ ‘নিসর্গ বিলাস’- এর মোড়ক উন্মোচন করা হয়েছে। মোড়ক উন্মোচন করেছেন বিশিষ্ট কবি রেজাউদ্দিন স্টালিন। ‘নিসর্গ বিলাস’ দিলরূবা জ্যাসমিনের তেরতম (১৩) বই। তাঁর অন্যান্য বইগুলো হচ্ছে- ‘সুখেরা আমার দুঃখেরা আমার’ (কাব্যগ্রন্থ) ; ‘যায় দিন একাকী’ (কাব্যগ্রন্থ); ‘অন্বেষা’ (প্রবন্ধগ্রন্থ); ‘আকাশলীনা’ (গল্পগ্রন্থ); ‘বিকেলে ভোরের ফুল’ (কাব্যগ্রন্থ); ‘পদ্ম পাতায় শিশির’ (পত্রকথা/পত্রপোন্যাস); ‘নীল জোছনায় কালো গোলাপ’ (পত্রকথা/পত্রপোন্যাস); ‘রোদেলা’ (স্মৃতিকথা); ‘নির্বাচিত কবিতা ত্রয়ী’ (কবিতা সংকলন); ‘শ্রাবণ সন্ধ্যা’ (কাব্যগ্রন্থ); ‘জোনাকি দুপুর’ (কাব্যগ্রন্থ); ‘জল জোছনা’ (কাব্যগ্রন্থ)। পেশাগত জীবনে দিলরূবা জ্যাসমিন বাংলা ভাষা ও সাহিত্যের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান। তিনি ভোলা জেলার লালমোহন উপজেলার করিমুন্নেছা- হাফিজ মহিলা কলেজে কর্মরত। এছাড়া তিনি বিডিমিরর ৭১. কম- এর সম্পাদক। শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রনালয় কর্তৃক ১৯৮৯ সালে কবিতায় তাঁর পুরস্কার প্রাপ্তি এবং ২০০২ সালে শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হন। (গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০০২ খ্রিষ্টাব্দ)।