3:30 pm , February 13, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বরিশাল আগমন উপলক্ষ্যে প্রস্তুতি সভা করেছে মহানগর আওয়ামী লীগ। সোমবার বিকেলে নগরীর কালিবাড়ী রোড সেরনিয়াবাত ভবনে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. একেএম জাহাঙ্গীর। প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। সভায় মহানগরের সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদক, কাউন্সিলরবৃন্দ, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আগামী ১৮ মার্চ প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর মহাসমাবেশ সফল করার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন।