পহেলা ফাগুন আজ বসন্তের ভালোবাসা দিবস পহেলা ফাগুন আজ বসন্তের ভালোবাসা দিবস - ajkerparibartan.com
পহেলা ফাগুন আজ বসন্তের ভালোবাসা দিবস

3:28 pm , February 13, 2023

আরিফ আহমেদ, বিশেষ প্রতিবেদক ॥ লালে লাল শিমুলের ডাল, পলাশ আর গোলাপের বসেছে মেলা, হাতে হাত মিলিয়ে যুগল, ফাগুনী বাতাসে বসন্তের খেলা”। বসন্তের প্রথম দিনে জোয়ার এসেছে মরা গাঙে যেমন তেমনি ফুলে ফেঁপে উঠেছে প্রকৃতি রূপসীনী কীর্তনখোলা নদীর মতোন। নগরীর পার্কে, নদীর পাড়ে এবং বরিশাল বিশ্ববিদ্যালয়সহ কলেজের আঙ্গিনায় আজ বসন্ত বরণের চলছে নানারকম আয়োজন। সরকারি মহিলা কলেজের উঠানে দেখা গেছে গোলপ, চামেলি ও গাদা ফুলের ভিড়ে শিমুলের ঝলসানো রূপ। পাশে আম গাছে সাদা মুকুট মুগ্ধতা বাড়িয়েছে চারপাশে। নগরীর ঐতিহ্যবাহী পদ্ম পুকুরে যেন হুমড়ি খেয়ে পড়েছে ফাগুনের সব আগুনের ঝলক। একইসাথে ভালোবাসা দিবসের আহ্বান যেন জলে স্থলে আকাশে বাতাসে। দূর থেকে ভেসে আসে কোকিলের কুহুটান। প্রকৃতির এই রূপ ও বৈচিত্র্য দেখেই কবি সুভাষ মুখোপাধ্যায় কবি লিখেছেন ‘ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত’। ষড়ঋতুর পরিক্রমায় প্রকৃতিতে এসেছে ঋতুরাজ বসন্ত। সেই ঋতুরাজ বসন্তের প্রথম দিন আজ। কোকিলের মধুর কুহু ডাক, রঙিন ফুলের আগুনে রূপ মনে দোলা দিয়ে যায়। গাছে গাছে ছড়িয়ে রয়েছে আমের মুকুল। অলৌকিক স্পর্শে জেগে উঠেছে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, নাগলিঙ্গমসহ কতশত ফুল। মধুকর ব্যস্ত মধুপানে। সত্যি সত্যি বসন্ত ঋতুরাজ। এই দিনে অসংখ্য রমণী বাসন্তী রঙে নিজেদের রাঙিয়ে সড়ক ও পার্ক, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরসহ দেশজুড়ে মুখর থাকবেন প্রিয় মানুষের সঙ্গে। কারও আজ হারিয়ে যাওয়ার নেই মানা। যারা আগামীকাল ১৪ ফেব্রুয়ারী ভ্যালেন্টাইন্স বা ভালোবাসা দিবস উপলক্ষে জড়ো হবেন, তাদের জন্য প্রকৃতির এই উদাত্ত আহ্বান কাল নয় আজই বাংলার ভালোবাসা দিবস।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT