বিশ্ব জাকের মঞ্জিল সহ দক্ষিণাঞ্চলের বিভিন্নস্থানে ওয়াজ মাহফিল ও উরশ শরিফ শুরু হচ্ছে বিশ্ব জাকের মঞ্জিল সহ দক্ষিণাঞ্চলের বিভিন্নস্থানে ওয়াজ মাহফিল ও উরশ শরিফ শুরু হচ্ছে - ajkerparibartan.com
বিশ্ব জাকের মঞ্জিল সহ দক্ষিণাঞ্চলের বিভিন্নস্থানে ওয়াজ মাহফিল ও উরশ শরিফ শুরু হচ্ছে

3:27 pm , February 13, 2023

বিশেষ প্রতিবেদক ॥ ফরিদপুরের বিশ^ জাকের মঞ্জিল, বরিশালের চরমোনাই ও ঝালকাঠীর নেছারাবাদ দরবার শরিফে ঐতিহসিক ওয়াজ মাহফিল শুরু হচ্ছে। চরমোনাই দরবার শরিফে ফাল্গুন মাসের বার্ষিক ওয়াজ মাহফিল শুরু হচ্ছে বুধবার সকালে। হজরত মাওলানা মুফতি সৈয়দ মোঃ রেজাউল করিম পীর ছাহেব চরমোনাই উদ্বোধনী বয়ানের মাধ্যমে এ মাহফিলের সূচনা করবেন। আগামী শণিবার বাদ ফজর শেষ বয়ানের পরে পীর ছাহেব চরমোনাই’র আখেরী মোনাজাত পরিচালনার মাধ্যমে ঐতিহাসিক এ দরবার শরিফের বার্ষিক ওয়াজ মাহফিলের সমাপ্তি ঘটবে। এ মাহফিলে যোগাদানের লক্ষে দেশের বিভিন্নস্থান থেকে সড়ক ও নৌপথে হাজার হাজার মুসুল্লী ইতোমধ্যে চরমোনাই দরবার শরিফে সমবেত হতে শুরু করেছেন। এদিক ফরিদপুরের বিশ^ জাকের মঞ্জিলে মহা পবিত্র বিশ^ উরশ শরিফ শুরু হচ্ছে শুক্রবার জুমা নামাজ বাদ পীর ছাহেবের রওজা শরিফ জিয়ারতের মাধ্যমে। ঐদিন বাদ মাগরিব তিনবারে দু রাকাত করে নফল নামাজ আদায় ছাড়াও ফাতেহা শরিফ পাঠ ও মোনাজাতের মাধ্যমে উরশ শরিফের আনুষ্ঠানিক সূচনা হবে। প্রতিদিনই শেষ রাতে রহমতের সময়ে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ,জিকির এবং মোরাকাবা মোসাহেদার মাধ্যমে বিশ^ জাকের মঞ্জিলে উরশ শরিফের কর্মকান্ড শুরু হবে। দিনভর ওয়াক্তিয়া নামাজ ছাড়াও নফল নামাজ আদায় এবং ফাতেহা শরিফ, দরুদ শরিফ এবং জিকির ছাড়াও দেশের বরেন্য ওলামায়ে কেরামগন এ দরবার শরিফে শরিয়ত, তরিকত, হকিকত ও মারেফতের বিভিন্ন বিষয় নিয়ে ওয়াজ করবেন। আগামী মঙ্গলবার বাদ ফজর ফাতেহা শরিফ, খতম শরিফ কোরআন তেলাওয়াত এবং মিলাদ শেষে বিশ^ জাকের মঞ্জিলের পীর ছাহেবের রওজা শরিফ জিয়ারতের নিয়তে পুনরায় ফাতেহা শরিফ পাঠন্তে আখেরী মোনাজাতের মাধ্যমে ৪ দিন ব্যাপী এ বিশ^ উরশ শরিফের সমাপ্তি ঘটবে বলে জানা গেছে। এদিকে ঝালকাঠীর নেছারবাদে মুরুব্বীয়ানে দ্বীন হজরত মাওলানা নেসাবাদী কায়েদ ছাহেব হুজুরের দরবার শরিফেও আগামী ২২ ও ২৩ ফেব্রুয়ারী দুদিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। ঐতিহাসিক এ দরবার শরিফে দেশ বরেণ্য ওলামায়ে কেরামগন ওয়াজ নসিহত করবেন বলে জানা গেছে।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT