3:40 pm , February 12, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সম্পা দাস (৩০) নামের এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত সম্পা উপজেলার বাটাজোর ইউনিয়নের হরহর গ্রামের উজ্জল দাসের স্ত্রী ও এক সন্তানের জননী। নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য হোসেন বেপারী জানান, পারিবারিক কলহের জেরধরে শনিবার সন্ধ্যায় ফ্যানের সাথে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সম্পা। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কতর্বরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। তবে সঠিক কি কারনে সে (সম্পা) গলায় ফাঁস দিয়েছে তা জানাতে পারেননি ইউপি সদস্য হোসেন। গৌরনদী মডেল থানার ডিউটি অফিসার সুশান্ত কুমার জানান, রোববার সকালে মৃতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।