স্বাস্থ্যময় জীবন ও সুস্থ মন গড়তে হলে ক্রীড়ার কোন বিকল্প নাই -মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী স্বাস্থ্যময় জীবন ও সুস্থ মন গড়তে হলে ক্রীড়ার কোন বিকল্প নাই -মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী - ajkerparibartan.com
স্বাস্থ্যময় জীবন ও সুস্থ মন গড়তে হলে ক্রীড়ার কোন বিকল্প নাই -মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী

3:39 pm , February 12, 2023

স্বরূপকাঠি প্রতিবেদক ॥ মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী শম রেজাউল করিম বলেছেন, স্বাস্থ্যময় জীবন ও সুস্থ মন গড়তে হলে ক্রীড়ার কোন বিকল্প নাই। প্রধানমন্ত্রী দেশকে গোটা বিশ্বে পরিচিতি ঘটানোর লক্ষে ক্রীড়াকে প্রধান্য দিয়েছেন। সম্প্রতি তিনি ক্রীড়াঙ্গনকে সচল করার জন্য জেলা প্রশাসক সম্মেলনে নির্দেশ দিয়েছেন। ক্রীড়া শরীর মনন বিকাশে ক্রীড়াকে প্রধান্য দেওয়ার জন্য সকলকে আহবান জানান। তিনি রোববার সকালে সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন কালে এসব কথা বলেন। বিদ্যালয়ে ব্যবস্থাপনা পরিষদের সভাপতি, ইউএনও মো. মাহাবুব উল্লাহ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সৈয়দ শহিদ উল আহসান, পৌরসভার মেয়র মো. গোলাম কবির, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামাল হোসেন, প্রমুখ। উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. রিয়াজ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আ. হামিদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম নারায়ন রায় চৌধুরী, উপজেলা আওমীলীগের সাধারণ সম্পাদক এস এম মুইদুল ইসলাম, ওসি আবির মোহাম্মদ হোসেন, ভাইস চেয়ারম্যান রনি দত্ত, নার্গিস জাহান, সাবেক মুক্তিযোদ্ধ কমান্ডার কাজী শাখাওয়াত হোসেন প্রমুখ। পরে মন্ত্রী উপজেলার মাহামুদকাঠী ইছামউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় ও স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমির বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT