3:36 pm , February 12, 2023

খবর বিজ্ঞপ্তির ॥ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রপতি আনসার পদকে ভূষিত হলেন মো. আলমগীর হোসেন সরদার। রোববার গাজীপুর শফিপুরস আনসার একাডেমীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৩ তম জাতীয় সমাবেশে তাকে পদ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সিনিয়র স্বরাষ্ট্র সচিব আমিনুল ইসলাম খান টিপুসহ উর্ধ্বতন কর্মকর্তা। আলমগীর হোসেন সরদার বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নের পিংগড়িয়া গ্রামের মৃত মোঃ হারুন সরদার ও লিলি বেগমের জৈষ্ঠ্য পুত্র। চাকরির শুরু থেকে সততা , নিষ্ঠা ও ন্যায় পরায়নতার সাথে তাঁর উপরে অর্পিত দায়িত্ব পালন করে প্রশংসিত হয়ে আসছেন। তারই ধারাবাহিকতায় এবার তিনি এই সম্মানে ভূষিত হলেন।