বরিশাল সিটি কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বরিশাল সিটি কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ - ajkerparibartan.com
বরিশাল সিটি কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

3:36 pm , February 12, 2023

চাকরির প্রলোভন দেখিয়ে

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি কলেজে চতুর্থ শ্রেণির কর্মচারী পদে চাকরির প্রলোভন দেখিয়ে ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে অধ্যক্ষ সুজিত কুমার দেবনাথের বিরুদ্ধে। চাকরি দেয়ার কথা বলে বছর কয়েক আগে উৎকোচ হিসেবে এই টাকা নিয়েছেন তিনি। তবে এখন পর্যন্ত চাকরি দেননি। এমন অভিযোগ এনে অধ্যক্ষ সুজিত কুমার কুমার দেবনাথের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সাহিন সিকদার নামের এক যুবক। রোববার বরিশাল প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেন তিনি। সাহিন সিকদার নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের ফকিরবাড়ি রোড এলাকার বাসিন্দা এবং অধ্যক্ষ সুজিত কুমার দেবনাথ’র মালিকানাধীন ‘মাতৃছায়া কিন্ডার গার্ডেনের সামনের ফল ব্যবসায়ী। তবে অভিযোগ অস্বীকার করেছেন বরিশাল সিটি কলেজের অধ্যক্ষ সুজিত কুমার দেবনাথ। তার দাবি ফলের ব্যবসায় বিনিয়োগের জন্য অভিযোগকারী সাহিনকে ১৪ লাখ টাকা দিয়েছেন তিনি। সেটা না দেয়ার জন্য তিনি এমন অপপ্রচার চালাচ্ছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন,ব্যবসার সুবাদে অধ্যক্ষ সুজিত কুমারের সঙ্গে পরিচয় হয় তার। পরিচয়ের সূত্র ধরে কলেজে পিয়ন পদে চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় টাকা নেন সুজিত কুমার। যার মোট পরিমান ৯ লাখ টাকা। তিনি অভিযোগ করে বলেন, ‘চাকরি দেই দিচ্ছি বলে কালক্ষেপন করলে অধ্যক্ষের নিকট টাকা ফেরত চাই। এজন্য গত বছর ২৯ মার্চ আমাকে অপহরণের পর আটকে রেখে বেদম মারধর এবং জোর পূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর, একটি চেকসহ মানিব্যাগ এবং আমার মোটর সাইকেল ছিনতাই করে অধ্যক্ষের ভাড়াটিয়া সন্ত্রাসীরা। তিনি বলেন এসব ঘটনায় অধ্যক্ষ সুজিত কুমার দেবনাথের বিরুদ্ধে থানায় বিভিন্ন সময় পৃথক দুটি মামলা দায়ের করেছি। এজন্য তিনি বিভিন্ন সময় মামলা তুলে নিতে চাপ সৃষ্টির পাশাপাশি ভয়ভীতি প্রদর্শন করছেন অধ্যক্ষের সন্ত্রাসীরা। এ প্রসঙ্গে বরিশাল সিটি কলেজের অধ্যক্ষ সুজিত কুমার দেবনাথ আমাদের বার্তাকে বলেন, ‘সাহিন ফলের ব্যবসা করে। সেই সুবাদে তার সাথে আমার পরিচয়। সাহিন তার ফলের ব্যবসায় বিনিয়োগের জন্য আমার কাছ থেকে ১৪ লাখ টাকা ধার নিয়েছে। যার প্রমান পত্র ও জামানত হিসাবে সাহিন আমাকে ১৪ লাখ টাকার একটি চেক দেয়। কিন্তু তার ব্যাংক একাউন্টে টাকা না থাকায় চেকটি ডিজানার হয়। এজন্য সাহিনের বিরুদ্ধে আদালতে চেক প্রতারণার মামলা করেছি।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT