3:34 pm , February 12, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিসিসির সড়ক দখল করে চলেছে দুর্বৃত্তরা। অবৈধ দখলকারীদের বিরুদ্ধে বিসিসি মেয়র যখন কঠোর অবস্থানে, সেখানে নগরীর ১৯-নং ওয়ার্ডের শীতলাখোলা পানির পাম্প সংলগ্ন উক্ত সড়কটিতে চলছে দখলের মহোৎসব। দখলে দখলে প্রশস্থ সড়কটির একটি অংশ এখন সরু গলিতে পরিনত হয়েছে। বরিশাল সিটি কর্পোরেশনের আইন অনুযায়ী সড়ক থেকে কমপক্ষে ৩ ফুট রেখে যে কোন স্থাপনা বা বসতঘর করতে হবে। আইনকে উপেক্ষা করে শীতলাখোলায় উল্লেখিত সড়কের বাসিন্দা লক্ষ্মি রানী জয়ধরের ছেলে অধীর জয়ধর সড়কের ্উপর মাটি দিয়ে ভরাট করে বসতঘরের ভিতরে নিয়ে নেয়। এ বিষয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ নিষেধ করলেও তাদের কথায় কর্নপাত করেনি অধীর। উল্টো সে সড়কের উপর মাটি ফেলে কবুতরের বাক্স বসিয়ে রেখেছে। এর পূর্বে অধীর জয়ধরের প্রতিবেশী মৃত লক্ষন বাড়ৈর স্ত্রী বিভা বাড়ৈ গং ও মৃত বিপুল বাড়ৈর পরিবার সড়ক দখল করে বসত ঘর নির্মান করেন। অন্যায়ভাবে একের পর এক সড়ক দখল করে বসত ঘর নির্মান করায় স্থানীয় বাসিন্দাদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। প্রশ্ন উঠেছে অন্যায়ভাবে সড়ক দখল করে চললেও অধীর জয়ধর ও বিভা বাড়ৈ সহ সংশ্লিষ্ট অবৈধ দখলকারীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না ? অতি সম্প্রতি এ বিষয়ে বিসিসির মেয়র বরাবর একটি অভিযোগ দেয়া হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্থানীয় বাসিন্দা দৈনিক আজকের প্রভাত পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার চন্দন জ্যোতি শীল জানান, উল্লেখিত প্রশস্ত সড়কটিতে দীর্ঘদিন ধরে অবৈধ দখল এর মাধ্যমে পশ্চিম অংশটি সরু গলিতে পরিনত করেছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। এর পূর্বেও এলাকাবাসীর স্বার্থে সড়ক অবৈধ দখল এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযোগ দেয়া হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস বিষয়টি বিসিসি কর্তৃপক্ষের নজরে এলে সড়কটি অবৈধ দখলমুক্ত হবে এবং এর মাধ্যমে নগরীতে অন্যান্য দখলকারীদের একটি কঠোর বার্তা পৌঁছে যাবে।