পিকনিক পার্টির প্রাইভেট কারের চাপায় লালমোহনে শিশু নিহত পিকনিক পার্টির প্রাইভেট কারের চাপায় লালমোহনে শিশু নিহত - ajkerparibartan.com
পিকনিক পার্টির প্রাইভেট কারের চাপায় লালমোহনে শিশু নিহত

3:33 pm , February 12, 2023

লালমোহন প্রতিবেদক ॥ লালমোহনে পিকনিক পার্টির প্রাইভেট কারের চাপায় এক শিশু নিহত হয়েছে। এসময় আহত হয় অপর এক শিশু। শনিবার দুপুরে লালমোহন মঙ্গলসিকদার এলাকায় এ ঘটনা ঘটলে ভোলা সদর হাসপাতালে নেওয়ার পথে নাদিয়া নামে ওই শিশুর মৃত্যু হয়। রোববার লাশ পোস্টমর্টেম শেষে নিজ বাড়ি কর্তারহাট এলাকায় দাফন করা হয়।
জানা গেছে, শনিবার পার্শ¦বর্তী চরফ্যাশন উপজেলার জিন্নাগর থেকে পিকনিক পার্টি আসে লালমোহন মঙ্গলসিকদার বাজার। একই দিনে চরফ্যাশন থেকে ২টি পিকনিক পার্টি আসাতে একটি স্থান নেয় ধলীগৌরনগর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ। অন্যটি স্থান নেয় ধলীগৌরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। একটি প্রাইভেটকারে ছিল জিন্নাগরের চেয়ারম্যানের স্ত্রীসহ কয়েকজন। সেটি মাঠের ভিতরে রাখে। মাঠের পাশে শিশু নাদিয়ার নানার বাসা। শিশু নাদিয়া কর্তারহাট এলাকার হারুন অর রশিদ দুলালের মেয়ে। সে মঙ্গলসিকদার নিজ নানার প্রতিষ্ঠা করা হাফেজি মাদ্রাসায় পড়ার জন্য এখানে থাকতো। পিকনিক পার্টি দুপুরে খাওয়া শেষে চলে যাওয়ার সময় প্রাইভেট কারটি মাঠে ঘোরাতে গেলে পেছনে থাকা নাদিয়া ও তার মামাতো ভাইকে চাপা দেয়। ঘটনাস্থলে নাদিয়ার রক্তক্ষরণ হয়। তাৎক্ষণিক তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভোলা প্রেরণ করেন। ভোলা নেওয়ার পথে নাদিয়া মারা যায়। নাদিয়া স্থানীয় মাদ্রাসায় হাফেজি পড়ে। লালমোহন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন জানান, নিহত শিশুর পিতা মামলা করতে রাজী হয়নি। তবে থানা পুলিশ একটি অপমৃত্যু মামলা করে।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT