ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় শাহীন শিক্ষা পরিবার বরিশাল শাখার অভাবনীয় সাফল্য! ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় শাহীন শিক্ষা পরিবার বরিশাল শাখার অভাবনীয় সাফল্য! - ajkerparibartan.com
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় শাহীন শিক্ষা পরিবার বরিশাল শাখার অভাবনীয় সাফল্য!

3:32 pm , February 12, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় সাফল্যের ধারা অব্যাহত রেখেছে শাহীন শিক্ষা পরিবার বরিশাল শাখা। ২০০৬ সালে শাহীন শিক্ষা পরিবার বরিশাল শাখার কার্যক্রম শুরু হওয়ার পর থেকে এবার এসেছে অভাবনীয় সাফল্য যা অন্যান্য বছরের তুলনায় সবচেয়ে বেশি।
এবছর বরিশাল ক্যাডেট কলেজ কেন্দ্র থেকে মোট ৬৭৩ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে চান্সপ্রাপ্ত হয় সর্বমোট ৭৩ জন শিক্ষার্থী। এই ৭৩ জনের মধ্যে ৬১ জনই শাহীন শিক্ষা পরিবার বরিশাল শাখা থেকে চান্স পেয়েছে। এই ৬১ জনের মধ্যে ছেলে ৫২ জন এবং মেয়ে ৯ জন।
চান্সপ্রাপ্ত শিক্ষার্থী সোয়াদ জামানের মা- পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কৃষি অনুষদের কৃষিতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক নওরোজ জাহান লিপি বলেন, শাহিন শিক্ষা পরিবার বরিশাল শাখার পরিচালক ও শিক্ষকদের নিবিড় পরিচর্যা ও আন্তরিক প্রচেষ্টার কারণে আল্লাহর রহমতে আমার সন্তান ক্যাডেট কলেজে লিখিত পরীক্ষায় উত্তীর্ন হয়েছে। শাহীন শিক্ষা পরিবারের শিক্ষাদান পদ্ধতি বেস্ট।
চান্সপ্রাপ্ত আরেক শিক্ষার্থী আরিয়ান ইসলাম দীপের বাবা- ঝালকাঠির রাজাপুর উপজেলার ৭৩ নং পশ্চিম ইন্দ্রপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক মো. ওয়ালিউল ইসলাম বলেন- প্রত্যন্ত গ্রামের একটি ছেলে বরিশাল শহরে থেকে এমন ভালো ফলাফলের পুরো কৃতিত্ব শাহিন শিক্ষা পরিবারের। এখানকার পরিচালক ও শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানের কারণে আমার সন্তান এবার ক্যাডেট কলেজে ভর্তির প্রাথমিক ধাপ হিসেবে লিখিত পরীক্ষায় উত্তীর্ন হয়েছে। আমি শাহীন শিক্ষা পরিবারের সাথে সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
শাহীন শিক্ষা পরিবার বরিশাল শাখার পরিচালক মনসুর রহমান ও আরিফুল ইসলাম বলেন, শাহিন শিক্ষা পরিবারে ভর্তি হওয়া প্রত্যেক শিক্ষার্থীর প্রতি আমাদের নিবিড় পর্যবেক্ষণ থাকে, শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি যোগ্য হিসেবে গড়ে তুলতে আমাদের প্রশিক্ষিত শিক্ষকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শিক্ষার্থীদের পরিশ্রম, অভিভাবকদের গঠনমূলক পরামর্শ এবং শাহীন শিক্ষা পরিবারের সঠিক গাইড লাইন মিলে সবার সম্মিলিত প্রচেষ্টায় এই সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে।
তারা বলেন, শাহীন শিক্ষা পরিবার বরিশাল শাখায় কোচিং করেও যারা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় চান্স পায়নি তাদের যে অ্যাকাডেমিক বেইজ তৈরি হয়েছে, তা তাদের পরবর্তী শিক্ষা জীবনে উন্নতির সোপান হিসেবে কাজ করবে।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT