4:02 pm , February 11, 2023

গৌরনদী প্রতিবেদক ॥ গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের মাগুরা বাজারে শুক্রবার রাত সোয়া ৯টার দিকে আওয়ামীলীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মাগুরা বাজারের ৪টি দোকান একটি বসত বাড়ি ভাঙচুরসহ সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী, স্থাণীয় লোকজন ও আহতরা জানান, বিএনপির কেন্দ্রীয় ঘোষিত ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচী সফল করার লক্ষে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শুক্রবার রাত ৯টার দিকে মাগুরা নেছারিয়া মাদ্রাসা মাঠে প্রস্তুতি সভা করছিল। খবর পেয়ে রাত সোয়া ৯টার দিকে গৌরনদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ফরহাদ হোসেন মুন্সীর নেতৃত্বে ৩০/৪০টি মটরসাইকেল নিয়ে মহড়া দিয়ে ৭০/৮০ জন নেতাকর্মী মাগুরা বাজারে এসে বিএনপি নেতাকর্মীদের গালাগাল করে খুজতে থাকে। এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীর আড্ডা দেয়ার অভিযোগে মাগুরা বাজারের বেল্লাল সরদারের চায়ের দোকান, মামুন হাওলাদার, আনিচ হাওলাদার, জাহাঙ্গীর সিকদারের মুদি দোকান ও আলমগীর হোসেনের বসতঘর ভাঙচুর করে। এ সময় বিএনপি নেতাকর্মী ও স্থানীয়রা জড়ো হয়ে আওয়ামীলীগ নেতাকর্মীদের উপর পাল্টা হামলা চালায়। দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ আহত হয়। খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ আক্কেল সরদার অভিযোগ করে বলেন, আমরা পদযাত্রা কর্মসূচী পালন করার জন্য প্রস্তুতি সভা করছিলাম। খবর পেয়ে ফরহাদ মুন্সীর নেতৃত্বে ৩০/৪০ টি মটরসাইকেল নিয়ে ৭০/৮০ জন আওয়ামী সন্ত্রাসী হকিষ্টিক, রামদা, চায়নিজ কুড়াল ও আগ্নেয় অস্ত্র নিয়ে মহড়া দিয়ে মাগুরা বাজারের বিএনপি সমর্থিত ৪টি দোকান ভাঙচুর, একটি বসত ঘর ভাঙচুর ও প্রস্তুুতি সভায় হামলা চালিয়ে ৬/৭ জন বিএনপি নেতাকর্মীকে মারধর করেছে। খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামীলীগের একাধিক নেতাকর্মী অভিযোগ করে বলেন, শনিবার বিকেলে আওয়ামীগ শান্তি সভার আয়োজন করে তা প্রতিহত করতে শুক্রবার রাতে বিএনপি সন্ত্রাসীরা মাগুরা বাজারে আওয়ামীলীগের উপর হামলা চালিয়ে ৩ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি শাহজাহান হাওলাদার (৪২) ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য ইদ্রিস হাওলাদারসহ ৫জন নেতাকর্মীকে পিটিয়ে জখম করা হয়। অভিযোগের ব্যাপারে জানতে গৌরনদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ফরহাদ হোসেন মুন্সীকে ফোন দিলে তিনি তা রিসিভ করেননি। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন বলেন, খাঞ্জাপুর ইউনিয়নে এ ধরনের কোন ঘটনা ঘটেছে তা আমার জানা নাই।