3:58 pm , February 11, 2023

মুলাদী প্রতিবেদক ॥ সদ্য ঘোষিত মুলাদী উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটিতে আ’লীগ, জাতীয় পার্টি, একই পরিবারের একাধিক লোক ঢাকা ও বরিশালে অবস্থানকারী দলছুট অযোগ্য ব্যাক্তিদের দিয়ে করায় তা বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার বেলা ৩টায় মুলাদী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে। মুলাদী উপজেলা বিএনপির পক্ষে সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক ও বর্তমান কমিটির সদস্য আবিদুর রহমান শরীফ বলেন গত ৮ ফেব্রুয়ারী বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ ও সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান স্বাক্ষরিত অনুমোদিত মুলাদী উপজেলার ৬১ সদস্য বিশিষ্ট ও পৌরসভা বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির তালিকা মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়। যা দেখে আমরা জানতে পারি মুলাদী উপজেলার ত্যাগী, সাংগঠনিক, যোগ্য নেতাকর্মীদের কর্মীদের বাদ দিয়ে অযোগ্য ও দলছুট, বিভিন্ন দলীয় ব্যক্তিদের দিয়ে এ আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। দ্রুত এ কমিটি বাতিল করে ত্যাগী ও যোগ্য নেতাদের দিয়ে মুলাদী উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হোক। যতদিন পর্যন্ত এ কমিটি বাতিল করা না হবে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবো। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহামান এবং বিএনপির মহা-সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর কাছে বিনীত অনুরোধ করে বলেন, অনতিবিলম্বে কমিটি বিলুপ্ত করে ত্যাগী ও পরীক্ষিতদের যাথাযথ মূল্যয়ন করে নতুন কমিটি দেওয়া হোক । এ সময় উপস্থিত ছিলেন মুলাদী সদর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মশিউর রহমান বেল্লাল, কাজিরচর ইউনিয়ণ বিএনপির সাধারন সম্পাদক মোঃ ইউসুফ আলী প্যাদা, চরকালেখান ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোস্তফা কামাল লিটু, মুলাদী পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাজাহান বেপারী, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আক্তার হোসেন আকন, উপজেলা বিএনপির নেতা মিজানুর রহমান শরীফ, মৎস্য দল নেতা কালাম মাঝি, সেন্টু প্রমুখ। অপরদিগে বিকাল ৪টায় উপজেলা বিএনপি ও পৌর কমিটি বাতিলের দাবিতে মুলাদী পৌরসভার বিএনপির তৃণমূল নেতাকর্মীদের আয়োজনে একটি ঝাড়ু মিছিল করা হয়। ঝাড়ূ মিছিলেও নতুন এ আহবায়ক কমিটি বাতিল করার দাবি জানান। উল্লেখ্য গত ১০ জানুয়ার গভীর রাতে মুলাদী উপজেলা ও পৌর আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। কমিটি ঘোষনার পর থেকেই মুলাদী’র বিভিন্ন ইউনিয়নে ঝাড়ূ মিছিল সহ হাজার হাজার বিএনপির নেতাকর্মীরা ক্ষোভ জানিয়ে এ কমিটি বাতিলের দাবি জানায়।