3:56 pm , February 11, 2023

মো: আফজাল হোসেন, ভোলা ॥ ভোলা সদর, দৌলতখান, বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা ও মোটর সাইকেল ভাংচুর, রাতে বোমাবাজি করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তারা কুপিয়ে ও পিটিয়ে অর্ধশতাধিক বিএনপির নেতাকর্মীদের আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহতদের ভোলা সদরসহ বিভিন্ন হাসপাতাল এবং প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে। গত রাতে ভোলা সদর উপজেলার চরসামাইয়াসহ বিভিন্ন ইউনিয়নে বোমাবাজী করার অভিযোগ করেছে জেলা বিএনপির সদস্য সচিব মো: রাইসুল আলম। তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীরা বিভিন্ন ইউনিয়নে মোটরসাইকেল মহড়া দিয়ে এই হামলা চালায়। এ ঘটনায় জেলা সদরের ধনিয়া, রাজাপুর, ভেলুমিয়া, বোরহানউদ্দিনের পক্ষিয়া, চরপাতাসহ বিভিন্ন ইউনিয়ন পদযাত্রা শুরু প্রস্ততির সময় হামলা চালায়। কুপিয়ে ও পিটিয়ে অন্তত অর্ধশতাধিক বিএনপির নেতাকর্মী আহত হয়েছে। আহতদের সদর হাসপাতালসহ ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদিকে সকাল থেকেই আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে হেলমেট পড়ে হাতে লাঠি, ধারালো অস্ত্র নিয়ে মটরসাইকেল নিয়ে মহড়া দেয়। এছাড়া এসব নিয়ে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা মোড়ে মোড়ে অবস্থান নেয়। বিএনপির কোন সমর্থক পেলেই হামলা চালিয়ে মারধর করে।