বিএনপি নেতা হাবিবুর রহমান টিপুর মায়ের ইন্তেকাল বিএনপি নেতা হাবিবুর রহমান টিপুর মায়ের ইন্তেকাল - ajkerparibartan.com
বিএনপি নেতা হাবিবুর রহমান টিপুর মায়ের ইন্তেকাল

3:52 pm , February 11, 2023

নিজস্ব প্রতিবদক ॥ বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও বিসিসির সাবেক কাউন্সিলর মোঃ হাবিবুর রহমান টিপুর মা নুরজাহান বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। শনিবার সকাল সাড়ে ৬ টার দিকে নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি ৫ ছেলে ৪ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ যোহর বাজার রোডের খাজা মাঈনুদ্দিন মাদরাসা মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে বরিশাল মুসলিম গোরস্থানে দাফন করা হয়। জানাজায় বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, জেলা বিএনপির সাবেক সভাপতি এবায়েদুল হক চাঁন, সদস্য সচিব আবুল কালাম শাহীন, মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, যুগ্ম আহবায়ক আলতাফ মাহমুদ সিকদার, জিয়া উদ্দীন সিকদার, কেএম শহীদুল্লাহ,  দৈনিক আজকের পরিবর্তন সম্পাদক কাজী মিরাজ, আওয়ামী লীগ নেতা সৈয়দ আনিচুর রহমান, এ্যাড. হাফিজ আহমেদ বাবলুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। হাবিবুর রহমান টিপুর মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন মহানগর বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব মীর জাহিদুল কবীর জাহিদসহ নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT