আগৈলঝাড়ায় নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন আগৈলঝাড়ায় নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন - ajkerparibartan.com
আগৈলঝাড়ায় নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

3:41 pm , February 10, 2023

আগৈলঝাড়া প্রতিবেদক ॥ আগৈলঝাড়ায় নতুন একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। জানা গেছে, শুক্রবার সকালে উপজেলার গৈলা ইউনিয়নের কালুপাড়া গ্রামে বায়তুল জান্নাত জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে বিশেষ দোয়া মোনাজাত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জমিদাতা হারুন উর রশিদ এর সভাপতিত্বে দোয়া মোনাজাত ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, সহ-সভাপতি আব্দুস সাত্তার মোল্লা, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু, সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন সরদার। দোয়া মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফজলুল হক, গৈলা বাজার জামে মসজিদের ইমাম মাওলানা হেদায়েত উল্লাহ, গৈলা দাখিল মাদ্রাসার সুপার রফিকুল ইসলাম নেছারী প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, বায়তুল জান্নাত জামে মসজিদের সভাপতি আবুল কালাম খোকন, সাধারন সম্পাদক সরদার মো. তারেক, সমন্বয়কারী মো. মিজানুর রহমান, আওয়ামীলীগ নেতা মো. শাজাহান তালুকদার প্রমুখ। বায়তুল জান্নাত জামে মসজিদের জন্য ৯.৪২ শতাংশ জমি দান করেন হারুনউর রশিদ, ভাই আব্দুল হাকিম ও বোন লুৎফুন নেছা। দোয়া মোনাজাত শেষে বায়তুল জান্নাত জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অতিথিরা।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT