3:36 pm , February 10, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ সিলিন্ডারের অক্সিজেন বের হয়ে সৃষ্ট ধোয়ায় অগ্নিকান্ডের গুজবে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে রোগী ও স্বজনদের মাঝে হুড়োহুড়ি হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে। হাসপাতাল পুলিশ ক্যাম্পের এসআই বিজয় বলেন, সন্ধ্যা পৌনে সাতটার দিকে হাসপাতালের তৃতীয় তলার শিশু ওয়ার্ডে অক্সিজেনের সিলিন্ডার লিক হয়। এ সময় রোগী স্বজনরা অগ্নিকান্ডের গুজবে ইউনিট থেকে বের হয়ে নিচে নেমে যায়। পরে বিষয়টি বুঝতে পেরে রোগী ও স্বজনরা ওয়ার্ডে ফিরে গেছেন।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক নজরুল ইসলাম বলেন, শিশু ওয়ার্ডে এক রোগীকে অক্সিজেন দেয়ার সময় যন্ত্রাংশে ত্রুটি দেখা দেয়। এ সময় অক্সিজেন বের হয়ে ধোয়ার সৃষ্টি হয়। তখন আগুন আতংকে রোগী ও স্বজনরা ছোটাছুটি করে। খবর পেয়ে তারা গিয়ে সকলকে আশস্থ করেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন সহকারী পরিচালক।