শেবাচিম হাসপাতালে আগুন গুজবে ছোটাছুটি   শেবাচিম হাসপাতালে আগুন গুজবে ছোটাছুটি   - ajkerparibartan.com
শেবাচিম হাসপাতালে আগুন গুজবে ছোটাছুটি  

3:36 pm , February 10, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ সিলিন্ডারের অক্সিজেন বের হয়ে সৃষ্ট ধোয়ায় অগ্নিকান্ডের গুজবে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে রোগী ও স্বজনদের মাঝে হুড়োহুড়ি হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে। হাসপাতাল পুলিশ ক্যাম্পের এসআই বিজয় বলেন, সন্ধ্যা পৌনে সাতটার দিকে হাসপাতালের তৃতীয় তলার শিশু ওয়ার্ডে অক্সিজেনের সিলিন্ডার লিক হয়। এ সময় রোগী স্বজনরা অগ্নিকান্ডের গুজবে ইউনিট থেকে বের হয়ে নিচে নেমে যায়। পরে বিষয়টি বুঝতে পেরে রোগী ও স্বজনরা ওয়ার্ডে ফিরে গেছেন।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক নজরুল ইসলাম বলেন, শিশু ওয়ার্ডে এক রোগীকে অক্সিজেন দেয়ার সময় যন্ত্রাংশে ত্রুটি দেখা দেয়। এ সময় অক্সিজেন বের হয়ে ধোয়ার সৃষ্টি হয়। তখন আগুন আতংকে রোগী ও স্বজনরা ছোটাছুটি করে। খবর পেয়ে তারা গিয়ে সকলকে আশস্থ করেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন সহকারী পরিচালক।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT