অক্সফোর্ড মিশন হাই স্কুলের পুনর্মিলনী অক্সফোর্ড মিশন হাই স্কুলের পুনর্মিলনী - ajkerparibartan.com
অক্সফোর্ড মিশন হাই স্কুলের পুনর্মিলনী

3:35 pm , February 10, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর সোয়া একশ বছর পুরাতন শিক্ষা প্রতিষ্ঠান অক্সর্ফোড মিশন হাই স্কুলের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। এ উপলক্ষে অক্সর্ফোড মিশন হাই স্কুল এলামনাইয়ের আয়োজনে শুক্রবার সকালে এই পুনর্মিলনী অনুষ্ঠান হয়। এর উদ্বোধন করেন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। পুনর্মিলনীতে ১৯৭২ সাল থেকে ২০২১ পর্যন্ত ৮৫০ সাবেক শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, স্কুলের বর্তমান প্রধান শিক্ষক পলিনাস গুডা, অক্সর্ফোড চার্চের ফাদার জন, পুনর্মিলনী আয়োজন কমিটির আহ্বায়ক মাইকেল অপূর্ব রায় ও সদস্য সচিব মহুয়া লেয়া ফলিয়া প্রমুখ।
আয়োজক কমিটির সদস্য হাসান মহিবুর রেজা রুবেল বলেন, অনুষ্ঠান উপলক্ষ্যে আমরা গোটা অক্সফোর্ড এরিয়াকে আলোকসজ্জা করেছি। এছাড়া বর্ণাঢ্য র‌্যালী, উদ্বোধনী অনুষ্ঠান, বিজনেস সেশন, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছিল বক্তৃতা ও আতশবাজি প্রর্দশন। প্রাক্তণ শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় মিলন মেলায়। দেশে-বিদেশে বিভিন্ন সেক্টরে কর্মরত প্রাক্তণ বন্ধুদের পেয়ে অনেকে মেতে উঠেন গল্প-আড্ডায়। একে অপরের পরিবার-পরিজনের সঙ্গে এক ফ্রেমে ছবিতে বন্দি হন।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT