প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে এক ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না – পানিসম্পদ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে এক ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না - পানিসম্পদ প্রতিমন্ত্রী - ajkerparibartan.com
প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে এক ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না – পানিসম্পদ প্রতিমন্ত্রী

3:34 pm , February 10, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ এক ইঞ্চি জমিও যাতে অনাবাদি না থাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘোষনা বাস্তবায়নের লক্ষ্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপির নিজস্ব অর্থায়নে কৃষকদের মাঝে পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় বরিশাল সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান। প্রধান অতিথি’র বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি বলেন, কৃষক বাঁচলে দেশ বাচবে এই বিষয় গুরুত্বের সাথে একমাত্র আওয়ামী লীগ সরকার ই দেখে। বিগত দিনে বিএনপি’র সরকার আমলে সার চাওয়ায় ২০ জন কৃষকদের গুলি করে হত্যা করেছিলো। কিন্তু প্রধানমন্ত্রী কৃষকদের বিনামূল্যে বীজ দেয়া থেকে শুরু করে সর্বোচ্চ মূল্যায়ন করে সুযোগ সুবিধা দেন। প্রতিমন্ত্রীর আসনে কোন জমি অনাবাদি রাখবে না জানিয়ে বলেন, কৃষকদের অনাবাদি জমি আবাদি করতে সার্বিক সহযোগিতা করা হবে।
তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমান না থাকলে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নাম থাকতো না। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে দেশে টেকশই উন্নয়নের পাশাপাশি জনগণের ভাগ্য পরিবর্তন হবে, কৃষকদের ভাগ্য পরিবর্তন ঘটবে, কৃষক বাঁচবে দেশ বাচবে। এছাড়া অন্য কেউ ক্ষমতায় আসলে কৃষক হারাবে তাদের সম্মান তাদের সকল সম্বল। যা বিএনপির আমলে ঘটেছিলো।
তাই দেশ বাঁচাতে জনগনকে বাঁচাতে উন্নয়নের স্বার্থে নিজেদের ভাগ্যের উন্নতির জন্য পুনরায় আওয়ামী লীগ সরকার গঠনের জন্য নৌকায় ভোট দেওয়ার আহবান জানান তিনি।
এক ইঞ্চি জমিও যাতে অনাবাদি না থাকে আর এই অনুশাসন বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কৃষকের পাশে দাড়াতে হবে। আওয়ামী লীগ সরকার বিগত দিনে এবং বর্তমানেও কৃষকদের সুখে দুঃখে পাশে আছে বলেন। পানিসম্পদ প্রতিমন্ত্রী’র নিজস্ব অর্থায়নে বরিশাল ৫ সদর আসনের ৬ টি ইউনিয়নের কৃষকদের মাঝে পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে। এই পাওয়ার টিলার দিয়ে ইউনিয়নের সকল কৃষক রা যাতে বিনামূল্যে অনাবাদি জমি আবাদি জমি হিসেবে কৃষি কাজে ব্যবহার করতে পারে সেজন্য কমিটি গঠন করে দেয়া হয়েছে। তিনি বাকি ৪ টি ইউনিয়নেও পাওয়ার টিলার বিতরণ করবেন বলে জানান। কৃষকদের মাঝে বিনামূল্যে পাওয়ার টিলার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর আওয়ামী যুবলীগ এর যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, বরিশাল সিটি কর্পোরেশন এর ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর এনামুল হক বাহার, বরিশাল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু। বরিশাল সদর উপজেলা পরিষদের প্রাঙ্গণে আয়োজিত পাওয়ার টিলার বিতরণ অনুষ্ঠানে সার্বিক সঞ্চালনার দায়িত্বে ছিলেন বরিশাল সদর উপজেলা কৃষি অফিসার মার্জিন আরা মুক্তা। এছাড়াও অনুষ্ঠানে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সহস্রাধিক কৃষক উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT