3:33 pm , February 10, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ স্বাধীন দেশের প্রথম কৃষি, সেচ ও পানি সম্পদ মন্ত্রী, বাংলাদেশ কৃষকলীগের প্রতিষ্ঠাতা, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির পিতার পরিবারের সাথে শহীদ হওয়া আব্দুর রব সেরনিয়াবাতের বাবা এবং বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র দাদা গৈলা ইউনিয়ন বোর্ডের সাবেক প্রেসিডেন্ট মরহুম আব্দুল খালেক সেরনিয়াবাত এর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
আবদুল খালেক সেরনিয়াবাতের রুহের মাগফিরাত কামনায় পরিবারে পক্ষ থেকে আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামের নিজ বাড়িতে শুক্রবার দিনব্যাপী কোরআন খতম, বাদ জুম্মা দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
বরিশাল পোর্ট রোড জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবুল কাশেমের পরিচালনায় মরহুম আব্দুল খালেক সেরনিয়াবাত, বীর মুক্তিযোদ্ধা শহীদ জননী সাহান আরা বেগম, ১৫ আগষ্ট সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল ও দেয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী আলহাজ¦ আবুল হাসনানাত আবদুল্লাহ, পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ ছাদেকুল আরেফিন, বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. একেএম জাহাঙ্গীর, ঝালকাঠী জেলা পরিষদ চেয়ারম্যান খান সাইফুল্লাহ্ পনির, বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান, পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আফজাল হোসেন, সদস্য মোঃ আনিছুর রহমান, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এ্যাড. তালুকদার মো. ইউনুস, এফবিসিসিআইসির পরিচালক ও কেন্দ্রীয় কৃষক লীগ নেতা সেরনিয়াবাত মঈনউদ্দিন আবদুল্লাহ, বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ। এছাড়াও বরিশাল বিভাগের বিভিন্ন উপজেলা চেয়ারম্যান এবং পৌর মেয়র, সরকারী পদস্থ কর্মকর্তা, জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চোরম্যানসহ সর্বস্তরের শুভাকাঙ্খীরা দোয়া-মিলাদে উপস্থিত ছিলেন।