জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নিরঙ্কুশ বিজয় জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নিরঙ্কুশ বিজয় - ajkerparibartan.com
জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নিরঙ্কুশ বিজয়

3:32 pm , February 10, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মনোনীত সকল প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত সমিতির সাধারন সম্পাদকের কক্ষে ভোট গ্রহণ করা হয়। শুক্রবার ভোররাতে প্রধান নির্বাচন কমিশনার (নির্বাচন উপ-পরিষদের আহবায়ক) এ্যাড. গোলাম মাসউদ বাবলু ফলাফল ঘোষণা করেন।
নির্বাচন উপ-পরিষদের আহবায়ক এ্যাড. গোলাম মাসউদ বাবলু বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ভোট হয়েছে। ভোটের পরিবেশ ছিলো উৎসবমুখর। প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে থেকে কোন অভিযোগ পাইনি। সকল আইনজীবীরা ভোট গ্রহণ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। ভোটের ফলাফলে সভাপতি নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থী ফয়জুল হক ফয়েজ। তার প্রাপ্ত ভোট ৪১৭ টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের এসএম সাদিকুর রহমান লিংকন পেয়েছেন ২৯৪ ভোট ও গণতান্ত্রিক আইনজীবী ফোরামের হিরণ কুমার দাস পেয়েছে ২৩ ভোট।
সহ-সভাপতি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সালাহ উদ্দিন শিপু  ৪১৯ এবং বিষ্ণুপদ মুখার্জী ৪১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বি প্রার্থী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী অসীম কুমার বাড়ৈ ৩১৫ ও তারিকুল ইসলাম ২৬০ ভোট পেয়েছেন।
সাধারন সম্পাদক  পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের এ্যাড. দেলোয়ার হোসেন মুন্সি ৪০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী এ্যাড. আবুল কালাম আজাদ ইমন পেয়েছেন ৩২৭ ভোট।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মোল্লা গিয়াস উদ্দিন তমাল ৪৫০ ও মোঃ হুমায়ন কবির খান ৪১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বি জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের বিউটি সুলতানা ৩৪৪ ও রাকিব হাসান ২৫০ ভোট পেয়েছেন।
এছাড়া অর্থ সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আনোয়ার হোসেন মিজান ৪৪৪ পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের মোক্তার হোসেন সরদার পেয়েছেন ১৭৮ ভোট।
কার্যনির্বাহী সদস্য পদেও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সোলাইমান আহমেদ আমান ৫২৮, মাইনুল হাসান সোহাগ ৫১৮, মোঃ জালাল আরিফিন ৪৫২ ও সঞ্জীব কুমার সরকার ৩৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের শাহিন উদ্দিন মিয়া ২৯৩, হারুন অর রশিদ ১৯৭, মুহাম্মদ মহসিন মাঝি ২২৪ ও মো. আজাদ ৩৫০ ভোট পেয়েছেন।
নির্বাচন উপ-পরিষদের আহবায়ক এ্যাড. বাবলু আরো বলেন, সমিতির ৯৯৬ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ৭৪০ ভোটার ভোট দিয়েছেন।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT