3:45 pm , February 9, 2023
বিশেষ প্রতিবেদক ॥ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ৯৫ শতাংশ ভোট পড়েছে। বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের ১১ জন এবং নীলদল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ১১ জন প্রার্থী ছাড়াও সভাপতি পদে গণতান্ত্রিক আইনজীবী পরিষদের একজন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জয়ের ব্যাপারে সবাই সমান আশাবাদী।
নির্বাচনে নিয়ে শুরু থেকেই বিএনপি সমর্থিত প্যানেলের মধ্যে অনেক দ্বিধা ও শংকা কাজ করেছে। গতকাল যে কেন্দ্রটিতে ভোট গ্রহণ করা হয়েছে সেটিকে তারা ম্যাজিক কক্ষ বলে আখ্যা দিয়েছেন। এ কক্ষে ভোট গ্রহণ পছন্দ ছিলোনা অধিকাংশ প্রার্থীর। কেননা, বড় হলরুমে খোলামেলা পরিবেশ ভোট হবে এটাই প্রত্যাশা ছিলো সবার।
বিএনপি সমর্থিত প্যানেল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মনোনীত সভাপতি প্রার্থী এ্যাড. সাদেকুর রহমান লিঙ্কন এবং সম্পাদক প্রার্থী এ্যাড. আবুল কালাম আজাদ ইমন তাদের জয়ের ব্যাপারে আশাবাদী। তারা বলছেন, বরিশাল আইনজীবী সমিতির নির্বাচন এমন একটা নির্বাচন যে গণনা শেষ হবার এক মিনিট আগেও জয়-পরাজয় নির্ধারণ করা সম্ভব নয়। এই নির্বাচন কমিশনের উপর আমাদের কোনো আস্থা নেই।
গতকাল সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলেছে। মাঝখানে দুপুরের খাবারের জন্য একঘন্টা বিরতি দিয়ে ২ টায় পুনরায় ভোট গ্রহণ শুরু হয়। বিরতির আগে বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত ৩০০ এর বেশি ভোট পড়েছে বলে জানান মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর। তিনি বলেন, অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে আমি ভোট দিয়ে এসেছি। ঐতিহ্যবাহী বরিশাল আইনজীবী সমিতির এ নির্বাচনে কখনোই আগেভাগে কিছু বলা যায় না, বলা উচিতও না।
নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের সহ-সভাপতি প্রার্থী তরিকুল ইসলাম বলেন, এখন পর্যন্ত সুন্দর ও সৃশৃঙ্খল ভোট গ্রহণ চলছে। তারপরেও শঙ্কা থাকে কারণ ছোট কক্ষে ভিতরে কারা কি করছে জানার উপায় আমাদের নেই। এই নির্বাচন কমিশনের উপর আস্থা রাখা কঠিন। শেষ মুহুর্তে তারা সব উল্টে দেয়।
বড় হলরুম রেখে ছোট্ট ঘরে কেন ভোট নেয়া হচ্ছে এমন প্রশ্ন তোলেন কয়েকজন মহিলা সাধারণ ভোটার।
তবে সকাল ১১টায় ভোট দেয়ার কোনো পরিবেশই নেই বলে দাবী করেছিলেন বিএনপি প্যানেলের দায়িত্বরত এজেন্ট আইনজীবী সরোয়ার হোসেন। তিনি বলেন, এই নির্বাচন কমিশনতো হিরো আলমকে দিয়েই বুঝিয়ে দিয়েছে তারা আসলে কি করতে পারে।
তাহলে জেনে বুঝে কেন বিএনপিপন্থিরা নির্বাচনে অংশ নিলেন ? এ প্রশ্নের উত্তরে মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম জাহান বলেন, এখন পর্যন্ত শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে এটা স্বীকার করতে হয়। তবে যেকোনো মুহুর্তে আওয়ামী লীগের লোকেরা সবকিছু উল্টে দিতে পারে। কেননা ক্ষমতায় এখনো তারা। এটা জেনেও আমরা এখানে প্রতিদ্বন্দ্বিতা করছি কারণ, বরিশাল আইনজীবী সমিতির একটি ঐতিহ্য রয়েছে। তাছাড়া জনগণের কাছে তাদের প্রকৃত চেহারা তুলে ধরতেই আমরা এই ছোটখাটো নির্বাচনগুলো করছি।
বরিশাল আইনজীবী সমিতির এই নির্বাচনে মোট ভোটার ৮৯৬ জন। দুপুর দুটোর পরেই মূলত ভোট দিতে আসা আইনজীবীদের উপস্থিতি চোখে পড়ে। এসময় আনন্দ উল্লসিত সেলফি গ্রহণ সহ মুখোমুখি বসা উভয় প্যানেলের তারকা আইনজীবীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রাণবন্ত হয়ে ওঠে ভোটকেন্দ্রের পরিবেশ। একে একে ভোট কেন্দ্রে উপস্থিত হন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোঃ ইউনুস, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আফজালুল করিম, মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবীর, বরিশাল বারের প্রথম নারী আইনজীবী সৈয়দা আরজুমান আরা বানু নার্গিস, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচএম তছলিম উদ্দীনসহ আরো অনেকে।
জেলা আইনজীবী সমিতির এই নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, অর্থ সম্পাদক এবং নির্বাহী সদস্যের ৪টিসহ কার্যকরী কমিটির মোট ১১ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে অংশ নিতে সব পদে প্রার্থী দিয়েছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
অপরদিকে গণতান্ত্রিক আইনজীবী সমিতি সভাপতি পদে একক প্রার্থী দিয়েছে। সবমিলিয়ে ১১টি পদের জন্য মোট ২৩ জন প্রতিদ্বন্দ্বি।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি পদে ফয়জুর রহমান ফয়েজ এবং সম্পাদক প্রার্থী দেলোয়ার মুন্সি।
এছাড়াও গণতান্ত্রিক আইনজীবী ফোরামের সভাপতি প্রার্থী হিসেবে হিরন কুমার মিঠু প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এ নির্বাচনে জেলা আইনজীবী সমিতির সদস্য যারা ঢাকা থাকেন তারাও ভোট দিতে ছুটে এসেছেন। ভোটগ্রহণ শেষে সকলের মধ্যেই চলছে অধীর অপেক্ষা। তবে নির্বাচন কমিশনার কাইউম খান কায়সার জানিয়েছেন, ‘গঠনতন্ত্র অনুযায়ী আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে কমিশন বদ্ধ পরিকর।
ভোটকেন্দ্রে দায়িত্বরত নির্বাচন কমিশনের সদস্য মজিবর রহমান জানান, শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন গণনা চলছে। রাত ১০ টার আগে কিছুই বলা যাবেনা। সাংবাদিকরা আগামীকাল ফলাফল জানতে পারবেন।