3:44 pm , February 9, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হয়েছে। যেসব পরীক্ষার্থী ফলাফল নিয়ে সন্তুষ্ট না তাদের ফল পুন.নিরীক্ষার আবেদনের সুযোগ রয়েছে। বৃহস্পতিবার থেকে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এসএমএসের মাধ্যমে ফল পুন.নিরীক্ষার আবেদন করা যাবে। প্রতি পত্রের ফল পুন.নিরীক্ষার জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। বুধবার বরিশাল শিক্ষা বোর্ড থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এইচএসসির ফল পুনর্নিরীক্ষার বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধুমাত্র টেলিটকের প্রিপেইড মোবাইল থেকেই ফল পুন.নিরীক্ষার আবেদন করা যাবে। প্রথমে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর লিখতে হবে (বরিশাল বোর্ডের ক্ষেত্রে Bar)। এরপর স্পেস দিয়ে রোল লিখে আবার স্পেস দিয়ে বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে। (উদাহারণ: RSC Bar ১২৩৪৫৬ ১৭৪ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।) একাধিক বিষয়ের উত্তরপত্র পুন.নিরীক্ষন কমা দিয়ে সাবজেক্ট কোড এসএমএস করতে হবে। যেমন- ১৭৪, ১৭৫, ১৭৬ ইত্যাদি। এতে আরও জানানো হয়েছে, মেসেজ সেন্ড হলে টেলিটক থেকে পিন নম্বরসহ কত টাকা নেওয়া হবে তা জানিয়ে একটি ফিরতি এসএমএস আসবে। পিন নম্বরটি সংগ্রহ করতে হবে। এরপর এতে সম্মত হলে আবারও মেসেজ অপশনে জঝঈ লিখে স্পেস দিয়ে ণঊঝ লিখে স্পেস দিয়ে ‘পিন নম্বর’ লিখে স্পেস দিয়ে নিজস্ব মোবাইল নম্বর (যেকোনো অপারেটর) লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে। (উদাহারণ: RSC<>YES<>PIN-NUMBER<>MobileNumber লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,তথ্য ও যোগযোগ প্রযুক্তি বিষয়ের ক্ষেত্রে আবেদন করার দরকার নেই।