নাসরুল্লাহ মোঃ ইরফান বাংলাদেশ বেতারের নতুন মহাপরিচালক নাসরুল্লাহ মোঃ ইরফান বাংলাদেশ বেতারের নতুন মহাপরিচালক - ajkerparibartan.com
নাসরুল্লাহ মোঃ ইরফান বাংলাদেশ বেতারের নতুন মহাপরিচালক

3:36 pm , February 9, 2023

খবর বিজ্ঞপ্তির ॥ বিসিএস (তথ্য) ক্যাডারের নবম ব্যাচের কর্মকর্তা নাসরুল্লাহ মোঃ ইরফান গত ২ ফেব্রুয়ারি বাংলাদেশ বেতারের মহাপরিচালক পদে যোগদান করেছেন। তিনি ১৯৯১ সালে অনুষ্ঠান সংগঠক পদে বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রে যোগদান করেন। পরবর্তীতে সহকারী আঞ্চলিক পরিচালক, উপ পরিচালক /উপ আঞ্চলিক পরিচালক, আঞ্চলিক পরিচালক, পরিচালক (অনুষ্ঠান), উপ মহাপরিচালক (অনুষ্ঠান) ও অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান) পদে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে তিনি দায়িত্ব পালন করেন। উল্লেখ্য, তিনি বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রে ২০০৯ সালের ২৮ মে থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত আঞ্চলিক পরিচালক পদে দায়িত্ব পালন করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবন ও কর্ম, মুক্তিযুদ্ধ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমৃদ্ধ বাংলাদেশ গঠনের দিকনির্দেশনা, ডিজিটাল বাংলাদেশ গঠন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিবেশ, শিশু ও নারী অধিকার, এসডিজিসহ বিনোদনমূলক নানাবিধ অনুষ্ঠান সুচারুরূপে নির্মাণ ও সুষ্ঠুভাবে প্রচারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সাধারণ মানুষকে বেতারমুখী করার লক্ষ্যে নিউ মিডিয়ায় বেতারের অনুষ্ঠান প্রচারে তাঁর কর্ম প্রচেষ্টা প্রশংসার দাবীদার। পেশাগত দক্ষতা অর্জনে তিনি ভারত, চীন, মালয়েশিয়া, নেদারল্যান্ড, আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেন। তিনি ১৯৬৫ সালের ১ জানুয়ারি লক্ষ্মীপুর জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মহাপরিচালক পদে যোগদান করায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রের সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী, চুক্তিভিত্তিক অনিয়মিত শিল্পী ও শিল্পী/কথকবৃন্দ। তাঁর সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ বেতার আরও একধাপ এগিয়ে যাবে-এ প্রত্যাশা সবার।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT