3:35 pm , February 9, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সদস্য ও দৈনিক আজকের পরিবর্তন স্টাফ রিপোর্টার রেহমান আনিছুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। গতকার সিটি কর্পোরেশনের এ্যাম্বুলেন্স যোগে তাকে ঢাকায় পাঠানো হয়। গত ৭ ফেব্রুয়ারি আনিচ হৃদ রোগে আক্রান্ত হয়ে শেবাচিম হাসপাতালের সিসিইউতে ভর্তি হন। সর্বশেষ খবর অনুযায়ী তাকে মিরপুর হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়েছে। তাকে হার্টে দুটি ব্লক ধরা পড়েছে। পরীক্ষা-নিরীক্ষার পরে রিং বসানো হবে বলে চিকিৎসকগণ জানিয়েছেন।