3:34 pm , February 9, 2023
সাইফুল ইসলাম, বাবুগঞ্জ ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি(শিক্ষা) ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামালকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের প্রভাষক নুসরাত জাহান শিমু। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টায় ইউএস-বাংলার একটি ফ্লাইটে বরিশাল বিমানবন্দরে এসে পৌছেন তিনি। বরিশাল বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে তিনি এসেছেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো- ভিসি এ এসএম মাকসুদ কামাল। এসময় তার সফর সঙ্গী হিসাবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান। শুভেচ্ছা প্রদানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেব আতিকুল ইসলাম আতিক, বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার বদিউজ্জামান ভূইয়া, সহকারী প্রক্টর মোঃ ফরহাদ উদ্দিন প্রমূখ।