বীর মুক্তিযোদ্ধা শেখ কুতুব উদ্দীন আহমেদের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত বীর মুক্তিযোদ্ধা শেখ কুতুব উদ্দীন আহমেদের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত - ajkerparibartan.com
বীর মুক্তিযোদ্ধা শেখ কুতুব উদ্দীন আহমেদের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত

3:33 pm , February 9, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ গতকাল বরিশাল জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ এর আয়োজনে জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা কার্যালয়ে মরহুম বীর মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক আহ্বায়ক, কেন্দ্রীয় কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান বরিশাল জেলা কমান্ডের বীর মুক্তিযোদ্ধা শেখ কুতুব উদ্দীন আহমেদের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা প্রদীব কুমার ঘোষ পুতুল। সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আনিছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল বাসার নৌ কমান্ডো, বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আনছার আলী হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আবদুর রব, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী আকন, বীর মুক্তিযোদ্ধা অমর কুমার পুশিলাল, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন খোকন। এদিকে পরিবারের উদ্যোগে মুসলিম গোরস্থান মাদ্রাসায় বাদ জোহর দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। দোয়া মোনাজাতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাড. জাহাঙ্গীর কবির নানক, সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মো: ইউনুস, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. একেএম জাহাঙ্গীর, ২১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলতাফ মাহমুদ সিকদার, দৈনিক আজকের পরিবর্তন সম্পাদক কাজী মিরাজ, এ্যাড. আফজালুল করিম, এ্যাড. ওবায়দুল্লাহ সাজু সহ ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT