আগৈলঝাড়ায় ভাইয়ের মৃত্যুর ৫ দিন পরে ঘর ও আসবাবপত্র বোন নিয়ে যাওয়ায় থানায় অভিযোগ আগৈলঝাড়ায় ভাইয়ের মৃত্যুর ৫ দিন পরে ঘর ও আসবাবপত্র বোন নিয়ে যাওয়ায় থানায় অভিযোগ - ajkerparibartan.com
আগৈলঝাড়ায় ভাইয়ের মৃত্যুর ৫ দিন পরে ঘর ও আসবাবপত্র বোন নিয়ে যাওয়ায় থানায় অভিযোগ

3:49 pm , February 8, 2023

আগৈলঝাড়া প্রতিবেদক ॥ আগৈলঝাড়ায় ভাইয়ের মৃত্যুর ৫ দিন পরে ঘর ভেঙ্গে নিয়ে যায় বোন। এ সময় ঘরে থাকা মূল্যবান আসবাবপত্রও নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় মৃত.ব্যক্তির স্ত্রী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত. সনাতন বেপারীর ছেলে তপন কুমার বেপারী দীর্ঘদিন ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে গত ৩০ জানুয়ারী গৌরনদী উপজেলার চাদঁশী গ্রামের শ্বশুর বাড়িতে মারা যায়। স্ত্রী মিতু কর ও মেয়ে আদৃতা বেপারী তপনের মৃত্যুর শোক তার কাটিয়ে উঠার পূর্বেই বোন রুনু বিশ্বাস ও তার স্বামী অসীম বিশ্বাসসহ ৭-৮ জনের একটি দল নিয়ে গত ৫ ফেব্রুয়ারী সকালে মৃত. তপন বেপারীর ঘর ভেঙ্গে নিয়ে যায়। এ সময় ঘরের মধ্যে থাকা ষ্ট্রীলের সোকেচ, খাট, ষ্টীলের ট্রাঙ্ক আলনা, কাঠের মন্দির, সিলিন্ডারসহ গ্যাসের চুলা, মিটসেফসহ মুল্যবান মালামালের নিয়ে যায়। নিয়ে যাওয়া ঘর ও মালামালের মূল্য ছিল প্রায় ১ লক্ষ ৭০ হাজার টাকা। ঘর ভেঙ্গে নেওয়ার সংবাদ পেয়ে তপনের স্ত্রী মিতু কর স্বামীর বাড়ি বাহাদুরপুর গ্রামে গেলে তাকে ননদ রুনু বিশ্বাস ও তার স্বামী অসীম বিশ্বাস হুমকি দিয়েছে। জানা গেছে, বাহাদুরপুর গ্রামের মৃত. সনাতন বেপারীর ছেলে তপন কুমার বেপারী দীর্ঘদিন লিভারে টিউমার ও ফুসফুসে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে নিজের সাড়ে ১২ শতাংশ জমি ১ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি করে। পরে ভারতের ভ্যালোর খ্রীষ্টান হাসপাতালে (সিএমসি) চিকিৎসা করিয়ে ভাল না হওয়ায় যখন তিনি বুঝতে পারেন তার মৃত্যু অবধারিত। তখন শেষ সম্বল বসত ভিটা সাড়ে ১৬ শতাংশ জায়গা ৭ লাখ টাকায় বিক্রি করে মা শোভা বেপারীকে ২ লক্ষ টাকা দেয়। এবং স্ত্রী ও সন্তানের জন্য শ্বশুরবাড়ির এলাকায় জায়গা ক্রয় করে। গত ৩০ জানুয়ারী তপন বেপারী মারা গেলে তার মা শোভা বেপারী শেষ বারের মত ছেলে মুখ দেখতে যায়নি বলে জানান পূত্রবধু। বোন রুনু ও সৎভাই শান্তি বেপারী গিয়েছিলেন একদিন পরে। এ ঘটনায় মৃত. তপন বেপারীর স্ত্রী মিতু কর বাদী হয়ে ঘর ভেঙ্গে নেওয়া ও মূল্যবান মালামাল নিয়ে যাওয়ার ঘটনায় ৭ ফেব্রুয়ারী রাতে আগৈলঝাড়ায় থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এ ব্যাপারে অভিযুক্ত তপনের বোন রুনু বিশ্বাস বলেন, ঘর ছিল আমার পিতার। ঘর ভেঙ্গে এনে মাকে বসবাসের জন্য তুলে দেওয়া হবে। খালি ঘরে থাকা সম্ভব না বিধায় আংশিক আসবাবপত্র আনা হয়েছে। এঘটনায় রাজিহার ইউপি চেয়ারম্যান মো.ইলিয়াস তালুকদার জানান, মৃত.তপনের স্ত্রী ঘরসহ আসবাবপত্র নিয়ে যাওয়ার বিয়ষটি আমাকে জানালে আমি থানার কর্মকর্তাদের তদন্ত করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি। এঘটনায় আগৈলঝাড়া থানার এসআই মিল্টন মন্ডল বলেন, উভয় পক্ষকে আজ ৯ ফেব্রুয়ারী বিকেলে থানায় ডাকা হয়েছে। দুই পক্ষের কথা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT