3:49 pm , February 8, 2023

নার্সিং কলেজের শিক্ষার্থীকে শ্লীলতাহানি
নিজস্ব প্রতিবেদক ॥ নার্সিং কলেজের শিক্ষার্থীকে শ্লীলতাহানী করে ফেঁসে গেছে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারী ইফাদ সেরনিয়াবাত। প্রাথমিকভাবে সাময়িক বরখাস্ত হবার পর এবার চূড়ান্ত বরখাস্ত করা হচ্ছে তাকে। আজ বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষ তাকে স্থায়ীভাবে বরখাস্ত করছে বলে হাসপাতালের দায়িত্বশীর সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
এদিকে গতকাল বুধবার দুই দিনের তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করে তদন্ত কমিটি। হাসপাতাল পরিচালক আজ দাখিলকৃত প্রতিবেদন দেখে ও পর্যালোচনা করে অভিযুক্তের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। তদন্ত কমিটি সূত্র জানিয়েছে তদন্তে কর্মচারী ইফাদ সেরনিয়াবাত অভিযুক্ত প্রমানিত হয়েছে এবং তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। তাই ইফাদ সেরনিয়াবাত স্থায়ী ভাবে বরখাস্ত হচ্ছে এটা নিশ্চিত। তদন্ত কমিটির প্রধান হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মনিরুজ্জামান শাহীন বলেন, বুধবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত দিবেন হাসপাতাল পরিচালক। তবে তদন্তে অভিযোগের বিষয়ে সত্যতা মিলেছে।
হাসপাতাল পরিচালক ডাঃ সাইফুল ইসলাম বলেন, তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছেন। এ বিষয়ে কাল (আজ) সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন যেহেতু অভিযুক্ত সাময়িক বরখাস্ত অবস্থায় রয়েছে। তাই তদন্ত প্রতিবেদনে অভিযোগ প্রমানিত হলে নিয়ম অনুযায়ী তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে। যেহেতু সে চুক্তি ভিত্তিক কর্মচারী তাই তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুযোগ নেই।
প্রসঙ্গত, সোমবার দুপুরে হাসপাতালের বহিঃ বিভাগে আউটসোর্সিংয়ের কর্মচারী ইফাদ সেরনিয়াবাত কর্তৃক শ্লীলতাহানীর শিকার হন বরিশাল নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী সুমাইয়া আক্তার। পরে ওই ছাত্রী হাসপাতাল পরিচালকের কাছে লিখিত অভিযোগ দিলে প্রাথমিকভাবে অভিযোগ প্রমানিত হওয়ায় ওই কর্মচারী কে সাময়িক বহিষ্কার করা হয় এবং ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়।