3:48 pm , February 8, 2023

ভা-ারিয়া প্রতিবেদক ॥ ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে মঙ্গলবার রাতে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েঠে। উৎসবে দেশের ঐতিহ্যবাহী বিভিন্ন পিঠার পসরা সাজানো হয়। এ উপলক্ষ্যে আলোচনা সভায় ভা-ারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায় এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা সিভিল সার্জন ডা. মো. হাসান ইউসুফ জাকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝালকাঠী জেলা সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলাম, ভা-ারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা রানী ধর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ননী গোপাল রায় প্রমূখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া থানার ওসি মো. আসিকুজ্জামান, কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন সাহা, মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সরোয়ার হোসেন, নাজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মশিউর রহমান, ডাঃ রাহুল রায় ও পিরোজপুর জেলা পরিষদের সদস্য রোকেয়া বেগমসহ হাসপাতালের চিকিৎসকগণ,নার্স, কর্মকর্তা ,কর্মচারী এবং আমন্ত্রিত অতিথি বৃন্দ।