3:46 pm , February 8, 2023
পরিবর্তন ডেস্ক ॥ আজ ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঐতিহ্যবাহী বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন (২০২৩) অনুষ্ঠিত হবে। সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।এবার জেলা আইনজীবী সমিতি নির্বাচনে মোট ভোটার ৮৯৬ জন।জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি, সম্পাদক, ২ সহ-সভাপতি, ২ যুগ্ম সম্পাদক, অর্থ সম্পাদক এবং নির্বাহী সদস্যের ৪টি সহ কার্যকরী কমিটির মোট ১১ পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে অংশ নিতে সব পদে প্রার্থী দিয়েছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ।বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামও সব পদে প্রার্থী দিয়েছে।অপরদিকে গণতান্ত্রিক আইনজীবী সমিতি সভাপতি পদে একক প্রার্থী দিয়েছে।১১টি পদে ২৩ জন নির্বাচন করতে যাচ্ছেন।বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি পদে এ্যাড. ফয়জুর রহমান ফয়েজ এবং সম্পাদক প্রার্থী এ্যাড. দেলোয়ার মুন্সি। অপরদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মনোনীত সভাপতি প্রার্থী এ্যাড. সাদেকুর রহমান লিঙ্কন এবং সম্পাদক প্রার্থী এ্যাড. আবুল কালাম আজাদ ইমন।এছাড়া গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি প্রার্থী হিসেবে এ্যাড. হিরন কুমার মিঠু প্রতিদ্বন্দ্বিতা করছেন।এদিকে জেলা আইনজীবী সমিতির সদস্য যারা ঢাকা থাকেন তারাও ভোট দিতে ইতিমধ্যে বরিশাল এসেছেন।গতকাল সন্ধ্যায় জেলা আইনজীবী সমিতির উদ্যোগে প্রীতিভোজ, সাংস্কৃতিক ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বার্ষিক ভোজে বরিশালের বিভিন্ন আদালতের বিচারকবৃন্দ, সিনিয়র আইনজীবীসহ সমিতির সদস্যরা অংশ গ্রহণ করেন। এছাড়া প্রশাসনসহ সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও প্রধান অতিথি জেলা ও দায়রা জজ কে.এম রাশেদুজ্জামান রাজা, বিশেষ অতিথি বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. ইউসুফ হোসেন হুমায়ুন, জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মো: ইউনুস, বরিশাল জেলা আইনজীবী সমিতির প্রথম নারী আইনজীবী ও গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ, বরিশাল এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এ্যাড. সৈয়দা আরজুমান বানু নার্গিস, এ্যাড. আনিচ উদ্দিন শহিদ, এ্যাড. লস্কুর নুরুল হক, এ্যাড. রফিকুল ইসলাম খোকন উপস্থিত ছিলেন। এবারের জেলা আইনজীবী সমিতির নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা অ্যাডভোকেট কাইয়ুম খান কায়সার বলেন, গঠনতন্ত্র অনুযায়ী আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশন বদ্ধ পরিকর বলে তিনি জানান।