বাবুগঞ্জে পারিবারিক কলহের জের ধরে স্বামীর আত্মহত্যা বাবুগঞ্জে পারিবারিক কলহের জের ধরে স্বামীর আত্মহত্যা - ajkerparibartan.com
বাবুগঞ্জে পারিবারিক কলহের জের ধরে স্বামীর আত্মহত্যা

3:44 pm , February 8, 2023

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বাবুগঞ্জে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী এর সাথে ঝগড়া করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেেেছন মোঃ সাইফুল ইসলাম ছুলুম(৩৫) নামের এক যুবক। বুধবার বিকাল ৪ টার দিকে উপজেলার রহমতপুর ইউনিয়নের ওলানকাঠী গ্রামে এ ঘটনা ঘটে। থানা সূত্রে জানা গেছে, বুধবার বিকাল ৪ টায় উপজেলার রহমতপুর ইউনিয়নের ওলানকাঠী গ্রামের হাজী বাড়ির নিজ বাসা থেকে সাইফুল ইসলাম (সুলুম) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন বাবুগঞ্জ থানা পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মাহাবুবুর রহমান জানান, নিহত সাইফুল ইসলাম ছুলুম পেশায় একজন কৃষক। স্ত্রী মোসাঃ ওয়াহিদা আক্তার এর সঙ্গে তিন বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় সময় ঝগড়া লেগে থাকত। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে নিজ রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে । ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT