3:43 pm , February 8, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ চরাদী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) খন্দকার আনোয়ার হোসেন। বাকেরগঞ্জ উপজেলার রানীর হাট চরাদী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে (বুধবার) সকাল ১১ টায় জাতীয় পতাকা ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) খন্দকার আনোয়ার হোসেন। ৫০ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়েশা সিদ্দিকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি এএফএম আনোয়ারুল হক (সাব্বির), উইন মার্ক টেকনোলজি লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব কবির আহমেদ তালুকদার, বরিশাল জেলা পরিষদের সদস্য ইমান হোসেন মোল্লা, ২নং চরাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল বাসার হাওলাদার (মাস্টার), বিশিষ্ট ব্যবসায়ী মঃ ফিরোজ আলম খান, শের-ই বাংলা মেডিকেল কলেজের কনসালটেন্ট ডাঃ মোঃআমিনুল হক, সমাজ সেবক ও শিক্ষানুরাগী এম ফরিদুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।