বরিশালে সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে মানবিকের শিক্ষার্থীরা বরিশালে সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে মানবিকের শিক্ষার্থীরা - ajkerparibartan.com
বরিশালে সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে মানবিকের শিক্ষার্থীরা

3:41 pm , February 8, 2023

দেশের মধ্যে বরিশাল তৃতীয়

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে এইচএসসিতে পাশ করেছে এবার ৫৩ হাজার ৮০৭ জন শিক্ষার্থী। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৩৮৯ জন। পাশের হার ৮৬ দশমিক ৯৬ শতাংশ। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ফলাফলের এই পরিসংখ্যান ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন।
বিগত বছরের চেয়ে এবার পাশের হার ৯ শতাংশ ও জিপিএ-৫ কমেছে ২ হাজার ৫৮৫ টি। তারপরও এ ফলাফলকে সন্তোষজনক ও প্রত্যাশিত বলে দাবী করেছে বোর্ড কর্তৃপক্ষ। কারণ গতবার শুধু বিষয় ভিত্তিক পরীক্ষা হয়েছিলো। আর এবছর শুধু আইসিটি একটি বিষয় বাদে সব পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তাই এই ফলাফলের সাথে গত বছরের ফলাফলের তুলনা করার সুযোগ নেই বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। এদিকে সারা দেশের ৯ টি সাধারন শিক্ষা বোর্ডের মধ্যে তৃতীয় অবস্থান অর্জন করেছে বরিশাল শিক্ষা বোর্ড। ৯০ দশমিক ৭ শতাংশ পাশ করে প্রথম হয়েছে কুমিল্লা বোর্ড, দ্বিতীয় অবস্থানে থাকা ঢাকা বোর্ডে পাশের হার ৮৭ দশমিক ৮০।
ঘোষিত ফলাফলে আবারো ছেলেদের হারিয়েছে মেয়েরা। ৮৯ দশমিক ৪১ হারে পাশ করেছে ২৮ হাজার ২১৯ জন মেয়ে এবং ৮৪ দশমিক ৩৯ হারে ছেলেদের পাশের সংখ্যা ২৫ হাজার ৫৮৮ জন।
অন্য দিকে এবার সফলতা দেখিয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এই বিভাগে গড় পাশের হার ৮৯ দশমিক ৯৭। এরপর ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের অবস্থান। ফলাফল বিশ্লেষনে দেখা গেছে এবার ৪ থেকে ৫ জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা সব চেয়ে বেশী। মোট কৃতকার্য হওয়া পরিক্ষার্থীদের মধ্যে ২৩ হাজার ৩২৭ জন রয়েছে এই জিপিএ এর মধ্যে। যা মোট পাশের হারের ৩৭ দশমিক ৬৯ শতাংশ।
ঘোষিত ফলাফলে এবার সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে মানবিক বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে মোট ৩ হাজার ৩৮৯ জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়া বিজ্ঞান বিভাগ থেকে ৩ হাজার ২৬৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৭৩৩ জন জিপিএ-৫ পেয়েছে। এদিকে বরিশাল বোর্ডে এবার কেউ পাস করেনি এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। তবে শতভাগ পাশ রয়েছে ৩৪টি কলেজে। এবারে ইংরেজি বিষযে তুলনামূলক ফলাফল খারাপ হয়েছে পরীক্ষার্থীদের। অরুণ কুমার গাইন বলেন, ৬১ হাজার ৮৮৫ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫৩ হাজার ৮০৭ জন। এরমধ্যে ছেলে ২৫ হাজার ৫৮৮ ও মেয়ে ২৮ হাজার ২১৯ জন। ৭ হাজার ৩৮৬ জন জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছেলে ২ হাজার ৫৮০ ও মেয়ে ৫ হাজার ৮০৬ জন। ৩৩১ কলেজের পরীক্ষার্থীরা ১২৫ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয় এবং পুরো পরীক্ষায় বহিষ্কার হয়েছেন ২০ জন পরীক্ষার্থী। এদের মধ্যে ৭ জন বিজ্ঞান বিভাগের, ১২ জন মানবিক ও একজন ব্যবসায় শিক্ষার। বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থী ছিলো ১২ হাজার ৭২ জন, পাশ করেছে ১০ হাজার ৮৬১ জন, মানবিক বিভাগে পরীক্ষার্থী ছিলো ৪০ হাজার ৩১১ জন ও পাশ করেছে ৩৪ হাজার ৬৭৩ জন এবং ব্যবসা শিক্ষা বিভাগে পরীক্ষার্থী সংখ্যা ৯ হাজার ৫০২ জন ও পাশ করেছে ৮ হাজার ২৭৩ জন। বুধবার দুপুর সাড়ে ১২টায় বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন সংবাদ সম্মেলন করে ফলাফল ঘোষণা করেন। এসময় তিনি বলেন, বোর্ডের মধ্যে পাশের হারে প্রথম হয়েছে ভোলা জেলা। এই জেলায় পাশের হার ৯২ দশমিক ০৯। এরপরে ৯১ দশমিক ১২ ভাগ নিয়ে বরিশালের অবস্থান দ্বিতীয়। ঝালকাঠিতে পাশের হার ৮৮ দশমিক ২৫, পিরোজপুরে ৮৮ দশমিক ১৮, বরগুনায় ৮৭ দশমিক ৮৩ ও পটুয়াখালীতে পাশের হার ৭৩ দশমিক ৭৫ ভাগ।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT