গৌরনদীতে প্রবাসীর পাকা স্থাপনা গুড়িয়েছে প্রতিপক্ষ গৌরনদীতে প্রবাসীর পাকা স্থাপনা গুড়িয়েছে প্রতিপক্ষ - ajkerparibartan.com
গৌরনদীতে প্রবাসীর পাকা স্থাপনা গুড়িয়েছে প্রতিপক্ষ

4:00 pm , February 7, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ প্রবাসীর নির্মানাধীন পাকা স্থাপনা প্রকাশ্যে হামলা চালিয়ে ভাঙচুর করে গুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। ঘটনাটি ঘটেছে বরিশালের  গৌরনদী উপজেলার বয়সা গ্রামে।
মঙ্গলবার সকালে ওই গ্রামের সৌদি প্রবাসী জাকির হোসেন লিমন অভিযোগ করে বলেন, গত দুই বছর পূর্বে  মিন্টু বেপারীর কাছ থেকে ২০ শতক জমি ক্রয় করে আমি ভোগদখল করে আসছি। অতি সম্প্রতি ওই জমিতে পাকা স্থাপনা (দেয়াল) নির্মাণ করা হয়। পাকা স্থপনা নির্মানের পর ওই জমির মালিকানা দাবি করে থানা পুলিশের কাছে অভিযোগ করেন পাশ্ববর্তী ঘরের বাসিন্দা জীবন বেপারী। পরবর্তীতে পুলিশ উভয়পক্ষের কাগজপত্র নিয়ে বুধবার (৮ ফেব্রুয়ারি) থানায় যেতে বলেন। কিন্ত এর আগেই সোমবার বিকেলে জীবন বেপারী এলাকার শতাধিক লোক ভাড়া করে তার পাকা স্থাপনাটি গুড়িয়ে দেয়।
তিনি আরও বলেন, স্থাপনাটি গুড়িয়ে দেওয়ায় তার পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। অভিযুক্ত জীবন বেপারী বলেন, বিরোধীয় জমি নিয়ে আদালতের নিষেধাজ্ঞা থাকার পরেও সেখানে পাকা স্থাপনা নির্মাণ করেছে প্রবাসী লিমন। এজন্য লোকজন নিয়ে স্থাপনা ভেঙ্গে ফেলা হয়েছে।
গৌরনদী মডেল থানার এসআই মো. শাহজাহান জানান, ৯৯৯ নাম্বার থেকে ফোন পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT