আগৈলঝাড়ায় কলেজ ছাত্রীকে অপহরণ করেছেন স্কুলছাত্র আগৈলঝাড়ায় কলেজ ছাত্রীকে অপহরণ করেছেন স্কুলছাত্র - ajkerparibartan.com
আগৈলঝাড়ায় কলেজ ছাত্রীকে অপহরণ করেছেন স্কুলছাত্র

3:59 pm , February 7, 2023

আগৈলঝাড়া প্রতিবেদক ॥ আগৈলঝাড়ায় এক কলেজ ছাত্রীকে অপহরণ করেছেন স্কুলছাত্র। এ ঘটনায় মামলা দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের আহুতি বাটরা গ্রামের রামকৃজ্ঞ মন্ডলের মেয়ে ও আগৈলঝাড়া সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী তমা মন্ডল (১৬) কলেজে আসা- যাওয়ার পথে স্কুলছাত্র আরাফত বেপারী তাকে উত্যক্তসহ প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। তমা মন্ডল উত্যক্তের ঘটনা তার পিতা-মাতাকে জানালে তারা আরাফত বেপারীর পরিবারের কাছে অভিযোগ দেন। এ কারনে আরাফত বেপারী ক্ষুব্দ হয়ে গত ২৮ জানুয়ারী সকালে মামা বাড়ি রামানন্দেরআঁক গ্রামে যাওয়ার পথে কাঠালবাড়ি ব্রীজের উপর থেকে স্কুলছাত্র আরাফত বেপারী মাহিন্দ্র পরিবহনে করে তমাকে অপহরণ করে। সে একই উপজেলার মাগুরা গ্রামের আউয়াল বেপারীর ছেলে। আরাফত বাহাদুরপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেনীরছাত্র। এ ঘটনায় অপহৃতা কলেজ ছাত্রীর পিতা রামকৃজ্ঞ মন্ডল বাদী হয়ে ২৯ জানুয়ারী থানায় একটি সাধারন ডায়েরী করেন, যার নং ১৩৩৬। চার দিনেও মেয়েকে পুলিশ উদ্ধার করতে না পারায় ১ ফেব্রুয়ারী অপহৃতার পিতা রামকৃজ্ঞ মন্ডল বাদী হয়ে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে কলেজ ছাত্রীকে অপহনের অভিযোগে আরাফতসহ দুইজনকে আসামী করে মামলা দায়ের করেন। মঙ্গলবার সকালে থানার এসআই শফিউদ্দিন সরেজমিন পরিদর্শণ করেন। এ ঘটনায় থানার এসআই শফিউদ্দিন সাংবাদিকদের বলেন, আদালত থেকে থানায় মামলা আসার পর গতকাল মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শণ করে আসামীদের গ্রেফতারের জন্য চেষ্টা করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT