আগৈলঝাড়ায় তিন জনের বিষপান একজনের মৃত্যু আগৈলঝাড়ায় তিন জনের বিষপান একজনের মৃত্যু - ajkerparibartan.com
আগৈলঝাড়ায় তিন জনের বিষপান একজনের মৃত্যু

3:58 pm , February 7, 2023

আগৈলঝাড়া প্রতিবেদক ॥ আগৈলঝাড়ায় একদিনে তিনজন আত্মহত্যার জন্য বিষপান করেছে। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে পোষ্টমর্ডেমের জন্য লাশ বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরন করে। স্থানীয় ও আগৈলঝাড়া থানা সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালে উপজেলার রাজিহার ইউনিয়নের ভাজনা বাহাদুরপুর গ্রামের ইউনুস ঢালীর মেয়ে হাফিজা বেগম (১৭) পারিবারিক কলহের কারনে আত্মহত্যার জন্য ঘরে থাকা কীটনাশক পান করে। এসময় হাফিজা অসুস্থ হয়ে পরলে তার স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসারত অবস্থায় সে মৃত্যুবরন করে। একইদিন উপজেলার গৈলা ইউনিয়নের মুড়িহার গ্রামের মনির বেপারীর স্ত্রী শাহিনুর বেগম (৪৫) ও সুজনকাঠি গ্রামের বাবুল দে’র মেয়ে অংকিতা দে (১৮) পারিবারিক কলহের কারনে আত্মহত্যার জন্য ঘরে থাকা কীটনাশক পান করে। এসময় শাহিনুর ও অংকিতা অসুস্থ হয়ে পরলে তাদের স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাদেরকে চিকিৎসা দেয়া হয়। আগৈলঝাড়া থানার এসআই খায়রুল ইসলাম হাসপাতালে গিয়ে হাফিজার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। গতকাল মঙ্গলবার দুপুরে লাশ পোষ্টমর্ডেমের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরন করা হয়।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT