3:58 pm , February 7, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ এখন পর্যন্ত জন্মদাতা বাবার আদর পায়নি শিশু কন্যা দেড় মাস বয়সী ইসরাত জাহান সামিয়া। কারন গর্ভে থাকাকালীন যৌতুকের দাবীতে মাকে মারধর করে বাবার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। জন্মের দেড়মাস পার হলেও একটিবারের জন্য তাকে দেখতেও আসেনি বাবা নজরুল ইসলাম ফরাজী। পেশায় বালু ব্যবসায়ী নজরুল বাকেরগঞ্জের হানুয়া গ্রামের আকবর আলী ফরাজীর ছেলে। মা মনি আক্তারের সাথে নানা শফিউল আজমের গোবিন্দপুরের বাড়ীতে বাস করছে শিশু সামিয়া। তার মামা ইকবাল জানান, পারিবারিকভাবে দুই বছর পূর্বে নজরুলের সাথে বোন মনির তিন লাখ টাকা কাবিনে বিয়ে হয়। বিয়ের সময় স্বর্নালংকার সহ ২ লাখ ২৫ হাজার টাকার বিভিন্ন মালামাল দেয়া হয়। বিয়ের পর থেকে তুচ্ছ বিষয় নিয়ে বোন মনিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন শুরু করে ভগ্নিপতি নজরুল। ভগ্নিপতির বোন মহিমা ও তার স্বামী মাসুদ হাওলাদারের সহযোগিতায় নির্যাতন করতো। তাদের নির্যাতনের কারনে প্রথম সন্তান জন্মের সময় মারা যায়। ভগ্নিপতি নজরুল বিদেশ যাওয়ার জন্য যৌতুক দাবি করে দ্বিতীয় সন্তান সামিয়ার জন্মের পূর্বে নির্যাতনের মাত্রা আরো বাড়িয়ে দেয়। এক পর্যায়ে বোন মনিকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এ ঘটনায় ভগ্নিপতি, তার বোন ও স্বামীকে আসামী করে আদালতে যৌতুক নিরোধ আইনে মামলা করে। আদালত স্বামী নজরুলকে সমন দেয়। তখন আদালত বিষয়টি সমাধানের নির্দেশ দেয়। কিন্তু নজরুল আদালতের নির্দেশ উপেক্ষা করে কোন সমাধান করেনি। কোনভাবে তাকে ফিরিয়ে নেবে না। আদালতে মামলা করে কোন ফল হবে না বলে হুমকি দিয়েছে নজরুল। তাই কন্যাকে নিয়ে নিরাপত্তাহীনতাসহ তার ব্যয় বহন করতে গিয়ে পরিবার বিপাকে পড়েছে।
মনির বাবা শফিউল আজম জানান, তার সামর্থ অনুযায়ী নজরুলকে যা দেবার দিয়েছেন। কিন্তু ৩ লাখ টাকা দেয়ার মত সামর্থ্য তার নেই।
অপরদিকে নজরুলের এলাকার মেম্বারের সাথে কথা হলে তিনি জানান, নজরুল ছেলে হিসেবে তেমন ভালো না। সে মাদকাসক্ত। নজরুল ও মনির সংসারের ঝামেলা সম্পর্কে আমি শুনেছি। মনি আদালতে মামলা দায়ের করেছে এখন আদালত রায় দিবে।