3:56 pm , February 7, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদেরের উপর রাজনৈতিক কর্মকান্ড না করার নিষেধাজ্ঞা স্থগিত করায় আনন্দ উচ্ছাস প্রকাশ করে মিছিল হয়েছে নগরীতে। মঙ্গলবার বিকেলে জাপা বরিশাল জেলা ও মহানগরের উদ্যাগে মিছিল হয়। এরপূর্বে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জাপা কেন্দ্রীয় উপদেষ্টা ও মহানগরের আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল। বক্তব্য রাখেন জাপা মহানগরের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম গফুর, জেলা জাপা সদস্য সচিব এ্যাড. এমএ জলিল, জাপা মহানগরের যুগ্ম আহবায়ক রুস্তম আলী খান, আকতার রহমান সপ্রু, কামরুজ্জামান চৌধুরী কামাল, ফোরকান তালুকদার, ইরান চৌধুরী, জেলা জাপার যুগ্ম আহবায়ক মঞ্জুরুল আলম খোকন, নজরুল ইসলাম হেমায়েত, আবদুল আলিম মাস্টার, জয়নাল আবেদীন, খাজা শফিউল্লাহ দিপু, মহানগর জাপা নেতা সোহরাব হোসেন, জিএম ইউসুফ, সুলতান আহমেদ, খলিলুর রহমান, আরাফাত রহমান তাহির, হারিছুর রহমান স্বপন, হেমায়েত খান, জাতীয় যুব সংহতি বরিশাল মহানগরের আহবায়ক অধ্যাপক গিয়াসউদ্দিন, সদস্য সচিব রফিকুল ইসলাম, জাতীয় শ্রমিক পার্টি জেলা সভাপতি আবদুল মান্নান, মহানগর শ্রমিক পার্টির সভাপতি আবদুস সোবাহান, সাধারণ সম্পাদক সোহেল হাওলাদার, শ্রমিক নেতা বাকের মিয়া, জাতীয় ছাত্র সমাজ বরিশাল মহানগরের আহবায়ক হাওলাদার মোঃ জাহিদ, সদস্য সচিব মিরাজ খান, জাতীয় ছাত্র সমাজ বরিশাল জেলার আহবায়ক বাহাদুর হোসেন।