3:55 pm , February 7, 2023
বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বাবুগঞ্জে চরসাধুকাঠী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিংবডির সভাপতি হয়েছেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য মো. আতিকুর রহমান আতিক। গত ৬ ফেব্রুয়ারী ইসলামি -আরবি বিশ্ব বিদ্যালয়ের রেজিস্ট্রার এর কার্যালয় থেকে প্রাপ্ত ও ইসলামি আরবি বিশ্ব বিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ রেজাউল হক স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে। মো. আতিকুর রহমান আতিক চরসাধুকাঠী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিংবডির সভাপতি নির্বাচিত হওয়ায় মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীদের মাঝে আনন্দ বিরাজ করছে। আতিকুর রহমান আতিক এর আগে বাবুগঞ্জের কেদারপুর ইউনিয়নের ভূতের দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দীর্ঘদিন গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় বিদ্যালয়ের অবকাঠামোগত ও শিক্ষার মানোন্নয়নে আমুল পরিবর্তন আনেন যা আজও দৃশ্যমান। এদিকে সমাজসেবক মো. আতিকুর রহমান আতিক বলেন, চরসাধুকাঠী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন ও মাদ্রাসায় শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সর্বদা সচেষ্ট থাকবো।