নগরীতে অনুষ্ঠিত হলো ওলামা মাশায়েখ সম্মেলন নগরীতে অনুষ্ঠিত হলো ওলামা মাশায়েখ সম্মেলন - ajkerparibartan.com
নগরীতে অনুষ্ঠিত হলো ওলামা মাশায়েখ সম্মেলন

3:53 pm , February 7, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ ওলামা-মাশায়েখ এর বরিশাল বিভাগীয় সম্মেলন নির্ধারিত স্থানে করতে বাঁধা দেয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার নগরীর বান্দ রোডের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সম্মেলন হওয়ার কথা ছিলো। কিন্ত সেখানে স্থাপিত প্যান্ডেল সোমবার রাতে ভেঙে দেওয়া হয়েছে। এ ঘটনার পর বাধ্য হয়ে নগরীর আমানতগঞ্জ মাহমুদিয়া মাদ্রাসা মাঠে সম্মেলন করেছেন আয়োজকরা। তারা জানান, অনুমতি নেয়ার পরেও প্যান্ডেল ভেঙে ফেলায় তাদের প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ এ সম্মেলন ও ওয়াজ মাহফিলের আয়োজন করেন। সম্মেলনের পুরো তত্ত্বাবধানে রয়েছেন চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতারা। প্রতিবছরই চরমোনাই পীরের অনুসারীদের তত্ত্বাবধানে বরিশালে এ সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছিলো। মঙ্গলবার সকালে সম্মেলন বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক মিজানুর রহমান আদিল জানান, সংগঠনের শীর্ষ নেতাদের নিয়ে গত ৩০ জানুয়ারি সিটি মেয়রের সাথে সাক্ষাৎ করে সম্মেলনের অনুমতি চাওয়া হয়। তখন মেয়র তাদের জানিয়েছেন ইমাম সমিতির আপত্তি না থাকলে সম্মেলন করতে পারবেন। মিজানুর রহমান আরও জানান, তারা ঈদগাহ মাঠের মালিক আছমত আলী খান ইনস্টিটিউশন (একে স্কুল) কর্তৃপক্ষের কাছে মাঠ ব্যবহারের লিখিত অনুমতি নিয়েছেন। যেকারণে গত বৃহস্পতিবার থেকে প্যান্ডেল তৈরির কাজ শুরু করা হয়। এরইমধ্যে সোমবার সন্ধ্যা থেকে আকস্মিক সিটি কর্পোরেশনের লোকজন এসে প্যান্ডেল অপসারণ শুরু করেন। ঈদগাহ মাঠে সম্মেলন কেন করতে দেওয়া হবেনা, তার কারণও জানায়নি বিসিসি। সোমবার রাতে ঈদগাহ মাঠে গিয়ে দেখা যায়, বিসিসি কর্তৃপক্ষের নির্দেশে বিশাল প্যান্ডেলের বাঁশ অপসারণ করছেন শ্রমিকরা। এ ব্যাপারে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশালের মুখপাত্র আব্দুল্লাহ আল মামুন টিটু বলেন, এ বিষয়ে দলীয়ভাবে মুখ খুলবেন। সম্মেলন সম্পন্ন হওয়ার পর সব জানানো হবে। ঈদগাহ মাঠে সম্মেলন প্যান্ডেল ভেঙে দেওয়ার কারণ জানতে বিসিসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলেও তারা কেউ এ ব্যাপারে কোন কথা বলতে রাজি হননি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT