3:52 pm , February 7, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ মুলাদী উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে শিশু সন্তান ও তার মাকে পিটিয়ে ও শ্বাসরুদ্ধ করে হত্যা চেষ্টায় অভিযোগ পাওয়া গেছে সংরক্ষিত ইউপি সদস্য ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ সময় তার সাথে থাকা নগদ দুই লাখ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়। গত সোমবার সন্ধ্যার পর সফিপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা আহতকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। আহতরা হলো, ওই এলাকার বিল্লাল হাওলাদারের স্ত্রী সুরাইয়া বেগম ও তার চার বছরের শিশু সন্তান মিনহাজুল। এদের মধ্যে সুরাইয়ার অবস্থা আশঙ্কাজন। আহতের স্বামী বিল্লাল জানান, দীর্ঘদিন পারিবারিক বিষয় নিয়ে বিল্লাল ও তার পরিবারদের সাথে সফিপুর ইউনিয়নের ৭ ৮ ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য পারভিন বেগম ও তার পরিবারদের বিরোধ রয়েছে। তিন থেকে চার মাস পূর্বে বিল্লালের মেয়ের সাথে ইউপি সদস্য পারভিন বেগমের ভাই প্রেম করে বিয়ে করে। বিয়ের বিষয়টি মেনে নেয়নি পারভিন বেগম সহ তাদের পরিবার। তাই প্রায় সময় হুমকি দেয়। সোমবার সন্ধ্যার পর বিল্লালের স্ত্রী সুরাইয়া বেগম তার ননদের বাসা থেকে নিজের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। বাড়ির সামনে তাকে পথরোধ করে পারভিন বেগম ও তার বোন লাইজু, ভাই জিহাদ ও তাদের সহযোগী ইউনুস কয়েকজন হামলা করে। তারা সুরাইয়াকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এ সময় শিশু সন্তান মিনহাজুল কেঁদে উঠলে তাকেও পিটিয়েছে হামলাকারী। এ ঘটনা মামলার প্রস্তুতি চলছে।