বাবুগঞ্জে এলজিইডির সড়কের ক্ষতিসাধনকারীর লাখ টাকা জরিমানা বাবুগঞ্জে এলজিইডির সড়কের ক্ষতিসাধনকারীর লাখ টাকা জরিমানা - ajkerparibartan.com
বাবুগঞ্জে এলজিইডির সড়কের ক্ষতিসাধনকারীর লাখ টাকা জরিমানা

3:51 pm , February 7, 2023

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বাবুগঞ্জে এলজিইডির সদ্য নির্মিত সড়ক বিনষ্ট করে ব্যক্তিগত কাজে  নিজ বাড়িতে ভেকু প্রবেশ করানোর দায়ে বাড়ির মালিককে নগদ ১ লক্ষ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। জানাগেছে, বাবুগঞ্জ উপজেলা সদরের কাছে ভেটেরিনারী বিজ্ঞান প্রযুক্তি বিদ্যালয়ের সামনের বীর-মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মজিদ খান সড়কের পাশে মৃত আ. আজিজ হাওলাদারের বাড়িতে মাটি খননের উদ্দেশ্যে তার ছেলে আব্দুল হালিম (৫১) ভেকু এনে বাড়িতে নেয়। এ সময় বাড়ির সামনে মূল ফটকের উচ্চতার থেকে ভেকুর উচ্চতা বেশি হওয়ায় সামনে এলজিইডির সদ্য কার্পেটিং করা সড়ক পাশের মাটি প্রায় ৩ ফুট গভীর করে ডোবা কেটে বাড়িতে ভেকু প্রবেশ করিয়েছে। এতে সদ্য নির্মিত ওই সড়কের  সোল্ডার ও এজিং ক্ষতিগ্রস্ত হয়। ফলে সদ্য নির্মিত সড়কের ওই অংশে ভারী যান চলাচলে বড় ধরনের ক্ষতি হওয়ার আশংকা দেখা দিয়েছে। বিষয়টি স্থানীয় সূত্রে জানতে পেরে, বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত ফাতিমা তাৎক্ষনিক ঘটনা স্থলে গিয়ে সরকারী সম্পত্তি বিনষ্টের দায়ে অবৈধ ভাবে মাটি কেটে রাস্তার ক্ষতি করায় মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (১) ধারায় বাড়ির মালিককে ১ লাখ টাকা জরিমান করেন। এ সময় সড়কটির ঠিকাদার ও রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, উপজেলা প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT