3:51 pm , February 7, 2023
খান সড়ক নিবাসী, চৈতন্য মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, মোঃ নুরুল ইসলাম (৭৫) মঙ্গলবার ভোররাতে ঢাকা ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তিনি ডায়াবেটিকস্ সহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৩ মেয়ে ১ ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজা নামাজ গতকাল বাদ আসর নবগ্রাম রোড ২৩ নং ওয়ার্ডের খান সড়ক জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চৈতন্য মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও শিক্ষক নেতা দাশগুপ্ত আশীষ কুমার, দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার প্রকাশক-সম্পাদক কাজী মিরাজ। এক শোক বার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।