আজ এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ আজ এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ - ajkerparibartan.com
আজ এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ

3:49 pm , February 7, 2023

যেভাবে জানা যাবে ফলাফল
নিজস্ব প্রতিবেদক ॥ আজ প্রকাশিত হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল। সকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে এ পরীক্ষার ফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেবেন। এরপর দুপুরে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।
দুপুর ১২টা থেকে পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন। করোনা পরিস্থিতি অনেকটাস্বাভাবিক হওয়ায় গত ৬ নভেম্বর সারা দেশে স্বাভাবিক পরিবেশে শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। সেই হিসাবে ৩ মাসের মাথায় ফলাফল প্রকাশ করা হচ্ছে। বরিশাল শিক্ষা বোর্ড থেকে এবার ৬২ হাজার ৯৬৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে ৩০ হাজার ৭৮৭ জন ছেলে এবং ৩২ হাজার ১৭৭ জন মেয়ে। এবার আইসিটি বিষয় বাদে অন্য সব বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।  বরিশাল শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন বলেন, গতবার করোনার কারনে শুধু বিষয় ভিত্তিক পরীক্ষা হয়েছিলো। ওই বছর পাশের হার ছিলো ৯৫ ভাগ।
যেভাবে জানা যাবে ফলাফল ঃ মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২২ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে (যেমন HSC Dha ১২৩৪৫৬ ২০২২send to ১৬২২২)। ফিরতি এসএমএসেই ফল পাওয়া যাবে। আলিমের ফল পেতে অখওগ লিখে স্পেস দিয়ে গধফ লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২২ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। কারিগরি বোর্ডের ক্ষেত্রে ঐঝঈ লিখে স্পেস দিয়ে ঞবপ লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২২ লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফল জানানো হবে।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT