সময় টিভির বার্তা প্রধানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি সময় টিভির বার্তা প্রধানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি - ajkerparibartan.com
সময় টিভির বার্তা প্রধানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

3:48 pm , February 7, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সাংবাদিক হয়রানি বন্ধ ও সময় টিভির বার্তা প্রধান মুজতবা দানিশের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মানহানির প্রতিবাদে উত্তাল হয়েছে বরিশাল। সকালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শত মানুষের অংশগ্রহণে। গতকাল মঙ্গলবার সকালে বরিশাল প্রেসক্লাবের সামনে বরিশালের সাংবাদিক, লেখক, শিক্ষক, সংস্কৃতিকর্মী ও নগরিক সমাজের আয়োজনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বরিশাল প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, বরিশাল টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বরিশাল ফটো সাংবাদিক পরিষদ, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, বরিশাল নিউজ এডিটর কাউন্সিল, সম্মিলিত সাংস্কৃতিক জোট, পরিবেশ আন্দোলন, সম্মিলিত নাগরিক পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বিএম কলেজ শিক্ষক পরিষদ, বাসদ, জাতীয় পার্টি, মহানগর যুবদল নেতারা অংশ নিয়ে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন। এছাড়াও বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীসহ বেসরকারি উন্নয়ন সংস্থা ও শিক্ষক সহ সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি কাজী আল মামুনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের পরিবর্তনের সম্পাদক কাজী মিরাজ, বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র সাংবাদিক নুরুল আলম ফরিদ, ইনডিপেনডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান মুরাদ আহমেদ, এটিএন বাংলার স্টাফ রিপোর্টার হুমায়ুন কবির, সময় টেলিভিশনের ব্যুরো প্রধান অপূর্ব অপু, সময় টেলিভিশনের রাশেদ বাপ্পি, মাছরাঙা টেলিভিশনের ব্যুরো প্রধান গিয়াস উদ্দিন সুমন, দেশ টিভি ও বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান রাহাত খান, বিজয় টেলিভিশনের জেলা প্রতিনিধি ও আমার সংবাদ পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান আরিফ হোসেনসহ জাতীয় ও স্থানীয় বিভিন্ন পত্রিকার সংবাদিক ও ফটো সাংবাদিকরা। মানববন্ধনে বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করে সময় টিভির বার্তা প্রধান মুজতবা দানিশকে হয়রানি বন্ধ করাসহ দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবার দাবি জানান। পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সাংবাদিক হয়রানি বন্ধসহ আইটি বাতিলের দাবিও জানানো হয়।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT