3:46 pm , February 6, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর নতুন বাজার থেকে চিহিৃত মাদক বিক্রেতা বেবীকে ফেন্সিডিলসহ আটক করেছে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি দল। সোমবার বিকেলে এ অভিযান করা হয়আটক বেবি বেগম (৬১) নতুন বাজার আদি শশ্মান বস্তি এলাকার হারুন অর রশিদের স্ত্রী। মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি দল আদি শশ্মান বস্তিতে অভিযান করে। এ সময় ১৫ বোতল ফেন্সিডিলসহ বেবিকে আটক করা হয়।