3:46 pm , February 6, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীতে পুকুরের পানিতে ডুবে আয়ান নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে নগরীর পশ্চিম কাউনিয়া জেলবাগান কোয়ার্টারে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত শিশু কারারক্ষী মো. আলাউদ্দিনের ভাতিজা ও সেনা কল্যান সংস্থায় চাকুরিত মো. সালাহউদ্দিনের ছেলে।
নগরীর কাউনিয়া থানার ওসি আব্দুর রহমান মুকুল বলেন, শিশু আয়ান মায়ের সাথে পশ্চিম কাউনিয়া জেলবাগান এলাকায় চাচার কোয়ার্টারে থাকতো। সকালে পরিবারের অজ্ঞাতে কোয়ার্টারের সামনে পুকুরে পড়ে সে। কিছু সময় পর তাকে না পেয়ে বিভিন্নস্থানে খোঁজ শুরু হয়। এক পর্যায়ে পুকুরের মধ্যে ভাসমান অবস্থায় শিশু আয়ান দেখতে পেয়ে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি মুকুল আরো জানান, পরিবারের কোন অভিযোগ নেই। তাই শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।