3:36 pm , February 6, 2023

আগৈলঝাড়া প্রতিবেদক ॥ আগৈলঝাড়ায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের বড়শাইল গ্রামের সতীশ মজুমদারের ছেলে বিধান মজুমদার ওরফে বাবু দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ভুগছিলেন। টাকার অভাবে চিকিৎসা করাতে না পেয়ে কষ্টে ও অভিমানে সোমবার ভোর রাতে বাড়ির পাশের একটি গাছের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনা পুলিশকে জানালে থানার এসআই আলী হোসেন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে জেলা ম্যাজিষ্ট্রেটের অনুমতিতে বিনা ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।